• NEWS PORTAL

  • শনিবার, ২৭ এপ্রিল ২০২৪

১১ বছর আগে যুদ্ধে হারানো সন্তানকে ওমরায় গিয়ে পেলেন মা

প্রকাশিত: ১৭:৩০, ২৯ মার্চ ২০২৪

ফন্ট সাইজ
১১ বছর আগে যুদ্ধে হারানো সন্তানকে ওমরায় গিয়ে পেলেন মা

যুদ্ধের সময় যে সন্তানকে হারিয়েছেন ১১ বছর আগে, সে সন্তান আবার ফিরে পাবেন এমন আশা ছিল না কারো। কিন্তু কেউ আশা করুক বা না করুক, নিয়তির বিধান যে কেউ পাল্টাতে পারে না, তা আবার প্রমাণ হলো। ১১ বছর পর মায়ের কোলে ফিরে এসেছে ছেলে। তাও আবার পবিত্র ওমরা পালন করতে গিয়ে।

মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদ মাধ্যম গালফ নিউজ এক প্রতিবেদনে জানিয়েছে, ২০১৩ সালে গৃহযুদ্ধে নিজেদের ছোট্ট সন্তানকে হারিয়ে ফেলেন এক সিরীয় মা। পরে বিভিন্ন জায়গায় খুঁজেও পাননি ছেলেটিকে। কিন্তু এ মাসে ওমরাহ করতে গিয়ে দেখা হয়ে যায় মা-ছেলের। ১১ বছর পর মাকে দেখে ছেলের দৌঁড়ে এসে জড়িয়ে ধরার আবেগঘন দৃশ্যের একটি ভিডিও সম্প্রতি ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। 

এদিকে গত মে মাসে প্রকাশিত সৌদি সরকারের এক পরিসংখ্যান বলছে, গৃহযুদ্ধে বিধ্বস্ত সিরিয়ার প্রায় ১১ লাখ মানুষ আশ্রয় নিয়েছে সৌদিতে। এছাড়াও সিরিয়ার লাখ লাখ মানুষ গৃহহীন হয়ে বাস্তুচ্যুত অবস্থায় রয়েছেন।

বিভি/এজেড

মন্তব্য করুন: