• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ০১ মে ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

জানা গেল সৌদি আরবে ঈদ কবে

প্রকাশিত: ২১:৩০, ৮ এপ্রিল ২০২৪

ফন্ট সাইজ
জানা গেল সৌদি আরবে ঈদ কবে

সৌদি আরবে ঈদের তারিখ জানানো হয়েছে। দেশটিতে আগামী বুধবার (১০ এপ্রিল) পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে।

সোমবার (৮ এপ্রিল) সন্ধ্যায় সৌদি আরবে পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। এ কারণে এবার দেশটিতে ৩০ রোজা হবে। এক ঘোষণায় এ তথ্য নিশ্চিত করেছে সৌদি সুপ্রিম কোর্ট।

সৌদি আরবে গত ১০ মার্চ ১৪৪৫ হিজরি সনের রমজান মাসের চাঁদ দেখা যায়। ১১ মার্চ থেকে শুরু হয় রোজা। সেই হিসাবে সোমবার ছিল পবিত্র রমজান মাসের ২৯ তারিখ।
 
গত শনিবার (৬ এপ্রিল) সৌদি সুপ্রিম কোর্ট নাগরিকদের সোমবার সন্ধ্যায় ঈদের চাঁদ দেখার আহ্বান জানায়। 
 
খালি চোখে হোক আর দূরবীনের মাধ্যমেই হোক, চাঁদ দেখতে সক্ষম ব্যক্তিদের উৎসাহিত করা হয়। সেই সঙ্গে কেউ চাঁদ দেখলে তাকে কাছের আদালতে গিয়ে সাক্ষ্য দেয়ার জন্য অনুরোধ জানানো হয়। 
 
সেই আহ্বান সাড়া দিয়ে এদিন মাগরিবের নামাজের পর পশ্চিম আকাশে চোখ রাখেন দেশটির লাখ লাখ মুসল্লি। এর কিছুক্ষণ পরই সৌদি সুপ্রিম কোর্ট এক ঘোষণায় জানায়, শাওয়ালের চাঁদ দেখা যায়নি। তাই বুধবার (১০ এপ্রিল) পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে।
 
এর মানে সৌদিতে এবার পবিত্র রমজান মাস ৩০ দিনের হবে। গত বছর দেশটিতে রমজান মাস ২৯ দিনের হয়েছিল অর্থাৎ ২৯টি রোজা হয়েছিল। 

বিভি/টিটি

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2