• NEWS PORTAL

  • মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪

আবারও গৃহবন্দি সুচি 

প্রকাশিত: ১১:১৪, ১৭ এপ্রিল ২০২৪

ফন্ট সাইজ
আবারও গৃহবন্দি সুচি 

ছবি: অং সান সুচি

মিয়ানমারের গণতন্ত্রপন্থি নেত্রী অং সান সুচিকে কারাগার থেকে সরিয়ে গৃহবন্দি করা হয়েছে। মঙ্গলবার (১৬ এপ্রিল) স্থানীয় গণমাধ্যমে সামরিক জান্তা সরকারের মুখপাত্র মেজর জেনারেল জাও মিন তুনের বরাত দিয়ে এই খবর দেওয়া হয়।

এতে জানানো হয়, মূলত তীব্র দাবদাহের কারণে হিটস্ট্রোকের আশঙ্কা থেকে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। শুধু সুচি নয়; বয়স্ক ও গুরুত্বপূর্ণ বন্দিদের কারাগার থেকে সরিয়ে গৃহবন্দি করা হয়েছে।

২০২১ সালের শুরুতে গণতান্ত্রিক সরকারকে হটিয়ে সেনাবাহিনী ক্ষমতা দখলের পর থেকে বন্দি আছেন শান্তিতে নোবেল বিজয়ী ৭৮ বছর বয়সী নেত্রী সুচি। শুরুতে তাকে গৃহবন্দি রাখা হলেও ২০২২ সালের জুনে নেপিডোর একটি কারাগারে স্থানাস্তর করা হয়।

রাষ্ট্রদ্রোহ ও ঘুষ নেওয়ার অভিযোগে ২৭ বছরের কারাভোগ করছেন তিনি। কারাবন্দি সুচি এবং তার সরকারের রাষ্ট্রপতি ইউ উইন মিন্টের নিঃশর্ত মুক্তি দাবি করেছে জাতীয় ঐকমত্যের ছায়া সরকার। সূত্র: রয়টার্স, গার্ডিয়ান

বিভি/এমআর

মন্তব্য করুন:

Drama Branding Details R2
Drama Branding Details R2