• NEWS PORTAL

  • রবিবার, ০৬ জুলাই ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

ভারতে লোকসভা নির্বাচন শুরু কাল, তৃতীয় মেয়াদে আশাবাদী মোদি 

প্রকাশিত: ১০:৫২, ১৮ এপ্রিল ২০২৪

আপডেট: ১১:০৮, ১৮ এপ্রিল ২০২৪

ফন্ট সাইজ
ভারতে লোকসভা নির্বাচন শুরু কাল, তৃতীয় মেয়াদে আশাবাদী মোদি 

ভারতে লোকসভা নির্বাচনের সাত ধাপের ভোট শুরু হচ্ছে কাল শুক্রবার। টানা তৃতীয় মেয়াদে নরেন্দ্র মোদির বিজেপি'র জয়ের আভাস দিচ্ছে বেশির ভাগ জনমত জরিপ।

পশ্চিমবঙ্গ ছাড়াও উত্তর প্রদেশ থেকে আসাম আর মহারাষ্ট্র থেকে মনিপুর; লোকসভার বিভিন্ন আসনে প্রথম দফার ভোট শুরু হবে কাল।

এদিন, ২১টি রাজ্যের একশ' দুইটি আসনে ভোটাধিকার প্রয়োগ করবেন ভোটাররা। নির্বাচনি প্রচারের শেষে বিহার ও পশ্চিমবঙ্গের জনসভায় রামমন্দির নিয়ে ভোটারদের মধ্যে আবেগ তৈরি করে বিজেপি নেতৃত্বাধীন জোট এনডিএর পক্ষে সমর্থন আদায়ের চেষ্টা চালাচ্ছেন প্রধানমন্ত্রী মোদি। পাঁচশ' ৪৩টি আসনের মধ্যে চারশো'র বেশি আসনে জয়ের বিষয়ে আশাবাদী তিনি।

এবারের নির্বাচনে বিজেপির বড় চ্যালেঞ্জ ২৪টি দলের বিরোধী জোট- ইন্ডিয়া। মোদির বক্তব্যকে উগ্র দেশপ্রেম জাগানোর অপচেষ্টা বলেছেন কংগ্রেস নেতৃত্বাধীন এই জোটের শীর্ষ নেতারা। জনমত জরিপ ন্যূনতম তিনশ' তেহাত্তরটি আসনে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোটের জয়ের আভাস দিয়েছে এবিপি নিউজ। আর পশ্চিমবঙ্গে ৪২টির মধ্যে ২১টি আসনে তৃণমূল কংগ্রেসের জয়ের ইঙ্গিত দিচ্ছে টিভি-নাইনের জনমত জরিপ। 

২৬ এপ্রিল কেরালা, মধ্যপ্রদেশ, মনিপুরসহ ১৩টি রাজ্যের ঊননব্বইটি আসনে হবে দ্বিতীয় পর্বের ভোট। ছয় সপ্তাহব্যাপী সাত ধাপের নির্বাচন শেষ হবে আগামী চার জুন।

বিভি/রিসি

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2