• NEWS PORTAL

  • শুক্রবার, ১৭ মে ২০২৪

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

এবার চাঁদের বুকে পা রাখবে পাকিস্তান

প্রকাশিত: ০৮:৩১, ২ মে ২০২৪

ফন্ট সাইজ
এবার চাঁদের বুকে পা রাখবে পাকিস্তান

গত বছরের ২৩ আগস্ট ভারতের সফল চন্দ্রাভিযানের বছর না ঘুরতেই এবার চাঁদে যাচ্ছে পাকিস্তানের চন্দ্রযান।

শুক্রবার (৩ মে) দেশটির কৃত্রিম উপগ্রহ আইকিউব – কিউ চাঁদের উদ্দেশ্যে রওনা দেবে। জানা গেছে, এই প্রকল্পটি সম্পন্ন হচ্ছে চীনের সহায়তায়। চীনের মাটি থেকেই চাঁদের উদ্দেশে রওনা দেবে পাকিস্তানের চন্দ্রযান।

পাকিস্তানের সংবাদমাধ্যম ডন জানায়, সবকিছু ঠিক থাকলে শুক্রবার চীনা হাইনান প্রদেশের স্থানীয় সময় ১২টা ৫০ মিনিটে চাঁদের উদ্দেশে যাত্রা শুরু করবে পাকিস্তানের উপগ্রহটি। পাকিস্তানের মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান সুপারকো চিনের সাংহাই বিশ্ববিদ্যালয়ের সহযোগিতায় কৃত্রিম উপগ্রহটি তৈরি করেছে। উপগ্রহটিতে রয়েছে ২টি উচ্চ ক্ষমতাসম্পন্ন ক্যামেরা। যা দিয়ে চাঁদের নিখুঁত ছবি তোলা সম্ভব। চ্যাংয়ে-৬ মিশনের মাধ্যমে চাঁদের অন্ধকার দিক থেকে ধূলা ও পাথরের নমুনা পৃথিবীতে ফেরত আনতে চায় চীন।

গেল বছরের আগস্টে বিশ্বের প্রথম দেশ হিসেবে ভারত প্রথমবার চাঁদের দক্ষিণ মেরুতে অবতরণ করে। এর মধ্য দিয়ে উপমহাদেশের প্রথম দেশ এবং একই সঙ্গে এখন পর্যন্ত সবচেয়ে কম খরচে চন্দ্রাভিযান সম্পন্ন করে দিল্লি। এবার উপমহাদেশের দ্বিতীয় দেশ হিসেবে চাঁদে মিশন পাঠাতে যাচ্ছে পাকিস্তান। যদিও ভারতের চন্দ্র মিশন দেশটির একক প্রকল্প থাকলেও পাকিস্তানের চন্দ্র মিশনে সহায়তা করছে চীন।

বিভি/এমএফআর

মন্তব্য করুন:

Drama Branding Details R2
Drama Branding Details R2