• NEWS PORTAL

  • শুক্রবার, ১৭ মে ২০২৪

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

৭ দেশের মুসলিমদের যুক্তরাষ্ট্রে প্রবেশের নিষেধাজ্ঞা পুনর্বহালের হুঁশিয়ারি ট্রাম্পের

প্রকাশিত: ১৩:০৮, ২ মে ২০২৪

আপডেট: ১৩:০৯, ২ মে ২০২৪

ফন্ট সাইজ
৭ দেশের মুসলিমদের যুক্তরাষ্ট্রে প্রবেশের নিষেধাজ্ঞা পুনর্বহালের হুঁশিয়ারি ট্রাম্পের

ক্ষমতায় আসলে ৭টি মুসলিম দেশ থেকে যুক্তরাষ্ট্রে প্রবেশে নিষেধাজ্ঞার পুনর্বহাল, অভিবাসন প্রত্যাশীদের প্রবেশ বন্ধ করে সন্ত্রাসী তাড়ানোর কর্মসূচি শুরুর আগাম হুঁশিয়ারি দিয়েছেন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। উচ্ছ্বাস প্রকাশ করেছেন, নিউইয়র্কে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের ধরপাকড়ে।

উইসকনসিন অঙ্গরাজ্যের ওয়াউকেশা কাউন্টিতে নির্বাচনী প্রচারে এই মন্তব্য করেন ট্রাম্প। ফিলিস্তিনের পক্ষে আন্দোলনরতদের ধরপাকড়ের ঘটনা উল্লেখ করে বলেন, দৃশ্যটি খুব সুন্দর। খুব ভালো কাজ করেছে নিউইয়র্ক পুলিশ বিভাগ। শিক্ষার্থীদের আন্দোলনে কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের সম্মানহানি হয়েছে বলেও মনে করছেন তিনি।

শিক্ষার সুষ্ঠু পরিবেশ ফেরাতে অন্য ক্যাম্পাস থেকে তাঁবু আর বিক্ষোভকারীদের উচ্ছেদের ব্যবস্থা নিতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছেন ট্রাম্প।

সমালোচনা করেছেন, প্রেসিডেন্ট জো বাইডেনের এ বিষয়ে নিশ্চুপ থাকায়। ট্রাম্পের দাবি, তার মতো ইসরাইলকে এতো জোরালো সমর্থন করেন না বাইডেন। নির্বাচনে জিতলে প্রথম দিন থেকে ইরান, ইরাক, লিবিয়া, সোমালিয়া, সুদান, সিরিয়া ও ইয়েমেন থেকে যুক্তরাষ্ট্রে ঢোকা বন্ধের অঙ্গীকার করেছেন রিপাবলিকান দলের সম্ভাব্য প্রেসিডেন্ট প্রার্থী ট্রাম্প।

বিভি/রিসি

মন্তব্য করুন:

Drama Branding Details R2
Drama Branding Details R2