• NEWS PORTAL

  • শনিবার, ১৮ মে ২০২৪

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

বিক্ষোভকারী শিক্ষার্থীদের হুঁশিয়ার করলেন বাইডেন

প্রকাশিত: ১৯:৩২, ৩ মে ২০২৪

আপডেট: ০০:১৩, ৪ মে ২০২৪

ফন্ট সাইজ
বিক্ষোভকারী শিক্ষার্থীদের হুঁশিয়ার করলেন বাইডেন

ছবি: জো বাইডেন

শিক্ষার্থীদের প্রতিবাদ জানানোর অধিকার আছে কিন্তু বিশৃঙ্খলা ও সহিংসতা সৃষ্টির কোনো সুযোগ নেই। যুক্তরাষ্ট্রে ইসরাইল বিরোধী বিক্ষোভকারীদের কেন্দ্র করে এমন হুঁশিয়ারি দিয়েছেন প্রেসিডেন্ট জো বাইডেন।

বৃহস্পতিবার (২ মে) হোয়াইট হাউজে সংবাদ সম্মেলনে বাইডেন বলেন, ভিন্ন মতপ্রকাশ গণতন্ত্রের জন্য গুরুত্বপূর্ণ। কিন্তু কোনো ধরনের ধ্বংসাত্মক কর্মকাণ্ড গ্রহণযোগ্য হতে পারে না। ভাঙচুর, অনুপ্রবেশ, ক্যাম্পাস বন্ধ করা, ক্লাস বাতিল করা এসবের কোনোটিই শান্তিপূর্ণ প্রতিবাদ হতে পারে না বলে মন্তব্য করেন বাইডেন।

তিনি বলেন, রাষ্ট্রের সম্পদ ধ্বংস করা প্রতিবাদের কোনো ভাষা হতে পারে না। এটা আইনের পরিপন্থী। এসময় বিশ্ববিদ্যালয়ে পুলিশের অভিযানের পক্ষেও সাফাই গান বাইডেন।

এদিকে, যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে কয়েক সপ্তাহ ধরে চলমান ইসরাইলবিরোধী বিক্ষোভ রূপ নিয়েছে সংঘাতে। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসগুলো থেকে এখন পর্যন্ত ২ হাজারের বেশি বিক্ষোভকারীকে গ্রেফতার করেছে পুলিশ। সূত্র: ব্লুমবার্গ

বিভি/এমআর

মন্তব্য করুন:

Drama Branding Details R2
Drama Branding Details R2