• NEWS PORTAL

  • বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫

মহাকাশ গবেষণা সংস্থার ঘোষণা

মহাকাশে কাউসার এবং হুদহুদ স্যাটেলাইট পাঠাবে ইরান

প্রকাশিত: ১৭:৩১, ৪ জুলাই ২০২৪

ফন্ট সাইজ
মহাকাশে কাউসার এবং হুদহুদ স্যাটেলাইট পাঠাবে ইরান

ইসলামি প্রজাতন্ত্র ইরান খুব শিগগিরই মহাকাশে কাউসার এবং হুদহুদ নামে দুটি স্যাটেলাইট পাঠাবে। গতকাল (বুধবার) ইরানের মহাকাশ গবেষণা সংস্থার প্রধান ডক্টর হাসান সালারিয়ে এ ঘোষণা দেন। 

তিনি বলেন, আশা করা হচ্ছে চলতি বছর হবে ইরানের স্যাটেলাইট বিশেষ করে বেসরকারি খাত থেকে তৈরি করা স্যাটেলাইট পাঠানোর জন্য ফলপ্রসূ একটি বছর।

তিনি বলেন, "কাউসার স্যাটেলাইট একটি সংবেদনশীল স্যাটেলাইট এবং ইরানের মহাকাশ সংস্থা এর ছবি কেনার জন্য চুক্তি চূড়ান্ত করেছে। এই উদ্যোগটি বেসরকারি খাতকে সমর্থন এবং এর মহাকাশ পণ্যগুলোর জন্য একটি বাজার গড়ে তোলার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।"

হুদহুদ স্যাটেলাইট গবেষণা এবং যোগাযোগ দুই কাজেই ব্যবহার করা হবে, কাউসারের সাথে একযোগে এই স্যাটেলাইট উৎক্ষেপণ করা হবে। শিগগিরি উৎক্ষেপণের সুনির্দিষ্ট সময়সূচি ঘোষণা করা হবে বলে জানান সালারিয়ে।

তিনি আরো জানান, বর্তমানে বেসরকারি খাতে নির্মাণাধীন বেশ কয়েকটি স্যাটেলাইট চলতি ফারসি বছরের মধ্যে উৎক্ষেপণ করা হবে।

পশ্চিমা দেশগুলোর নিষেধাজ্ঞা সত্ত্বেও ইরান তার বেসামরিক মহাকাশ কর্মসূচিতে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে

বিভি/ এসআই

মন্তব্য করুন: