ইসরাইলে কয়েক ডজন রকেট হামলা চালিয়েছে হিজবুল্লাহ
ইসরাইলে কয়েক ডজন রকেট হামলা চালিয়েছে লেবাননের ইরান সমর্থিত গোষ্ঠী হিজবুল্লাহ। জ্যেষ্ঠ এক কমান্ডারকে হত্যার ঘটনায় সৃষ্ট উত্তেজনা ও যুদ্ধের দামামার মধ্যেই মধ্যরাতে এই রকেট হামলার ঘটনা ঘটল। এদিকে, মার্কিন নাগরিকদের অবিলম্বে লেবানন ছাড়ার আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র।
ইসরাইলের হামলায় এক সিনিয়র কমান্ডার নিহত হওয়ার পর থেকেই হুঁশিয়ারি উচ্চারণ করে আসছে হিজবুল্লাহ। শনিবার মধ্যরাতে ইসরাইলে ৫০টির বেশি রকেট নিক্ষেপ করে ইরান সমর্থিত গোষ্ঠীটি। ইসরাইলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এসব হামলা প্রতিহত করার চেষ্টা করে। যদিও এই হামলায় ইসরাইলে অনেকেই আহত হয়েছে বলে দাবি হিজবুল্লাহর।
রবিবার (৪ আগস্ট) পৃথক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা এএফপি ও সংবাদমাধ্যম বিবিসি।
সংবাদমাধ্যম বলছে, ইসরায়েলের হামলায় লেবাননের হিজবুল্লাহ গোষ্ঠীর এক সিনিয়র কমান্ডার নিহত হওয়ার পর শক্তিশালী এই সশস্ত্র গোষ্ঠীটির সঙ্গে ইসরায়েলের বড় ধরনের সংঘাতের শঙ্কা সৃষ্টি হয়েছে।
বিভি/এজেড
মন্তব্য করুন: