• NEWS PORTAL

  • বুধবার, ২৩ এপ্রিল ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

চীনা পণ্যে ইইউ’র উচ্চ শুল্ক আরোপে বাণিজ্যযুদ্ধের সতর্কতা

প্রকাশিত: ১৭:০০, ১২ অক্টোবর ২০২৪

ফন্ট সাইজ
চীনা পণ্যে ইইউ’র উচ্চ শুল্ক আরোপে বাণিজ্যযুদ্ধের সতর্কতা

চীনের বৈদ্যুতিক গাড়ি রপ্তানির ওপর অতিরিক্ত শুল্ক আরোপের পরিকল্পনা করছে ইউরোপীয় ইউনিয়ন-ইইউ। এ নিয়ে দুই অঞ্চলের মধ্যে এক ধরনের শীতল বাণিজ্যযুদ্ধ চলছে। চীনা পণ্যে অতিরিক্ত শুল্ক আরোপ বাস্তবায়ন হলে পরিস্থিতি আরো জটিল হবে বলে সতর্কতা জানিয়েছে বেইজিং। 

 
এ প্রসঙ্গে শুক্রবার চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়, চীনা পণ্যে অতিরিক্ত শুল্ক আরোপ কোনো সমস্যার সমাধান করবে না। বরং এতে করে দুই অঞ্চলের মধ্যে নতুন সংকট ঘনীভূত হবে। 

শুক্রবার এক সংবাদ সম্মেলনে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং বলেন, ইইউ এ ধরনের পদক্ষেপ নিলে তারা নিজেরাই ক্ষতিগ্রস্ত হবে। এর নেতিবাচক প্রভাব পড়বে খোদ ইউরোপের বাণিজ্য খাতে। তিনি বলেন, 'আমাদের পণ্যে অতিরিক্ত শুল্ক আরোপ করা হলে ইউরোপে বিনিয়োগের ক্ষেত্রে চীনা কোম্পানিগুলোর আত্মবিশ্বাসে চিড় ধরবে। ইউরোপের গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানগুলোর সাথে আমাদের প্রতিষ্ঠানগুলোর যে সমন্বয়, সহযোগিতা চলছে তাও বিঘ্নিত হবে। শুধু তাই নয়, এতে করে বৈশ্বিক পণ্য সরবরাহেও দেখা দেবে জটিলতা'। 

ইইউকে সতর্ক করে দিয়ে মাও আরো বলেন, 'চীনকে এভাবে কোণঠাসা করার চেষ্টা ইউরোপের জন্যই বুমেরাং হয়ে উঠবে। এ নিয়ে যে জটিল পরিস্থিতির উদ্ভব হয়েছে তার সমাধানে দুই পক্ষকে আলোচনায় বসার আহ্বান জানাই আমরা। আমরা চাই না, অতিরিক্ত শুল্ক আরোপ ঘিরে বাণিজ্যযুদ্ধ আরো বাড়ুক'। 

আগামীতে জটিলতা এড়াতে অবিলম্বে ইইউকে অতিরিক্ত শুল্ক আরোপের পরিকল্পনা থেকে সরে আসার আহ্বান জানিয়েছে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়। 

বিভি/এইচজে

মন্তব্য করুন:

Drama Branding Details R2
Drama Branding Details R2