• NEWS PORTAL

  • শুক্রবার, ০৬ ডিসেম্বর ২০২৪

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

ফিলাডেলফিয়ায় ‘বিশাল কারচুপির’ অভিযোগ ট্রাম্পের

প্রকাশিত: ০৮:২৭, ৬ নভেম্বর ২০২৪

ফন্ট সাইজ
ফিলাডেলফিয়ায় ‘বিশাল কারচুপির’ অভিযোগ ট্রাম্পের

নিজের প্রতিষ্ঠিত সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথে নির্বাচনে ‘বিশাল কারচুপির’ শঙ্কা প্রকাশ করেছেন প্রেসিডেন্ট পদপ্রার্থী ডোনাল্ড ট্রাম্প। তিনি ট্রুথে পেনসিলভেনিয়া অঙ্গরাজ্যের ফিলাডেলফিয়া শহরে কারচুপির ব্যাপারে সতর্কতা দিয়েছেন। তবে তিনি কোথা থেকে কারচুপির তথ্য পেলেন সেটি নিশ্চিত নয়।

ট্রুথে নিজের অ্যাকাউন্ট থেকে ট্রাম্প লিখেছেন, “ফিলাডেলফিয়াতে অনেকে বিশাল কারচুপির কথা বলছেন। আইনশৃঙ্খলারক্ষাকারী বাহিনী আসছে!!!”

পেনসিলভেনিয়ার সবচেয়ে জনবহুল শহর হলো ফিলাডেলফিয়া। অপরদিকে পুরো যুক্তরাষ্ট্রের মধ্যে একটি ষষ্ঠ জনবহুল। আর এমন বড় একটি শহরেই ভোট কারচুপির অভিযোগ তুলেছেন তিনি।

এদিকে বেশ কয়েকটি রাজ্যে ভোটগ্রহণ শেষে চলছে গণনা। যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় মঙ্গলবার (৫ নভেম্বর) সকাল থেকে রাত পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলে ৫০টি অঙ্গরাজ্যে। টাইম জোনের তারতম্য থাকায় রাজ‍্যগুলোতে ভোটগ্রহণ ও সম্পন্ন হয় ভিন্ন ভিন্ন সময়ে। প্রথম রাজ্য হিসেবে ভোটগ্রহণ শেষ হয় ইন্ডিয়ানা ও কেন্টাকিতে।

বিভি/এমএফআর

মন্তব্য করুন: