• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

ইসলামাবাদের মূল কেন্দ্রে পৌঁছে গেছে ইমরানের অনুসারীরা 

প্রকাশিত: ১৭:৪৬, ২৬ নভেম্বর ২০২৪

আপডেট: ১৭:৫২, ২৬ নভেম্বর ২০২৪

ফন্ট সাইজ
ইসলামাবাদের মূল কেন্দ্রে পৌঁছে গেছে ইমরানের অনুসারীরা 

আইনশৃঙ্খলাবাহিনীর সব বাধা পেরিয়ে ইসলামাবাদের মূল কেন্দ্র ডি-চকে পৌঁছে গেছে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের সমর্থকরা। ডি-চকে পৌঁছানোর পর তারা আবারও বাধার মুখে পড়েছেন বলে জানিয়েছে দেশটির সংবাদমাধ্যম দ্য ডন। 

দ্য ডন জানিয়েছে, ইমরান খানের সমর্থকরা ইসলামাবাদে পৌঁছানোর পর আইনশৃঙ্খলারক্ষাকারী বাহিনীর সদস্যরা তাদের লক্ষ্য করে বিপুল কাঁদানে গ্যাস ছুড়লে তারা পাল্টা ইটপাটকেল নিক্ষেপ করেন। ইমরানের সমর্থকরা যেন রাজধানীর গুরুত্বপূর্ণ সরকারি অবকাঠামোতে ঢুকে পড়তে না পারেন সেজন্য সেখানে সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে।

ইমরানের সমর্থকরা সাবেক প্রধানমন্ত্রীর মুক্তি ও বর্তমান সরকারের পদত্যাগ দাবি করছে। সেইসঙ্গে ইমরানের সমর্থকদের আরেকটি বড় দাবি হলো সংবিধানের ২৬ তম সংশোধনী বাতিল করতে হবে। যেটির মাধ্যমে মূলত দেশটির উচ্চ আদালতের স্বাধীনতা কেড়ে নেওয়া হয়েছে।

বিক্ষোভ–মিছিলে কার্যত অবরুদ্ধ হয়ে পড়েছে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ। এসব বিক্ষোভ-মিছিলের নেতৃত্ব দিচ্ছেন ইমরান খানের স্ত্রী বুশরা বিবি। তিনি সরকারের সাথে এখন কোনও ধরণের আলোচনায় বসতে রাজি নন বলে মন্তব্য করেছেন দেশটির প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ। বুশরা বিবি রক্তের গন্ধ পাচ্ছেন বলেও মন্তব্য করেন প্রতিরক্ষা মন্ত্রী।

এই বিক্ষোভে আহত ও নিহত হয়েছেন বেশ কয়েকজন। এই অবস্থায় বিক্ষোভকারীদের বিরুদ্ধে শক্তি প্রয়োগ করা ছাড়া সরকারের আর কোনো বিকল্প নেই, বলেছেন প্রতিরক্ষামন্ত্রী।

বিভি/এসজি

মন্তব্য করুন: