• NEWS PORTAL

  • শনিবার, ১২ জুলাই ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

গাজায় একদিনে ৭৪ জনের প্রাণহানি, যুদ্ধবিরতিতে ‘একগুঁয়েমি’ দেখাচ্ছে ইসরাইল

প্রকাশিত: ১১:২৬, ১০ জুলাই ২০২৫

আপডেট: ১১:২৮, ১০ জুলাই ২০২৫

ফন্ট সাইজ
গাজায় একদিনে ৭৪ জনের প্রাণহানি, যুদ্ধবিরতিতে ‘একগুঁয়েমি’ দেখাচ্ছে ইসরাইল

ফিলিস্তিনের গাজায় ইসরাইলি বর্বর হামলায় একদিনে আরো ৭৪ জন নিহত হয়েছেন।  এদের মধ্যে অন্তত ৮ জন ত্রাণ সহায়তা নিতে গিয়ে প্রাণ হারিয়েছেন। বৃহস্পতিবার (১০ জুলাই) আলজাজিরার প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

প্রতিবেদনে বলা হয়, গাজা ভূখণ্ডে ইসরাইলি আগ্রাসন অব্যাহত আছে এবং বুধবারও কমপক্ষে ৭৪ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন।  যাদের মধ্যে ৮ জন গাজা হিউম্যানিটারিয়ান ফাউন্ডেশনের (জিএইচএফ) বিতরণ পয়েন্টে খাদ্য সহায়তা নিতে গিয়ে নিহত হন।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, এখন পর্যন্ত সহায়তা কেন্দ্রগুলোতে নিহতের সংখ্যা ৭৭০ ছাড়িয়েছে। আর ২০২৩ সালের অক্টোবর থেকে ইসরাইলের অব্যাহত হামলায় প্রাণ হারানো ফিলিস্তিনির সংখ্যা প্রায় ৫৭ হাজার ৬০০ জনে পৌঁছেছে।

আলজাজিরার প্রতিবেদনে বলা হয়, ‘মানুষ এখন খাবারের জন্য লাইনে দাঁড়িয়ে গুলিতে মারা যাচ্ছে। এটা যেন এক নিত্যদিনের ভয়াবহ বাস্তবতা হয়ে দাঁড়িয়েছে।’

এদিকে হামাস জানিয়েছে, তারা যুদ্ধবিরতির প্রচেষ্টার অংশ হিসেবে ১০ জন ইসরাইলি বন্দিকে মুক্তি দিতে সম্মত হয়েছে। তবে যুদ্ধবিরতির আলোচনা এখনো ‘কঠিন’ পর্যায়ে রয়েছে। কারণ, ইসরাইল ‘একগুঁয়েমি’ দেখাচ্ছে। কাতার ও যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় এই আলোচনা এগিয়ে চলেছে।

বিভি/পিএইচ

মন্তব্য করুন: