• NEWS PORTAL

  • মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫

সিরিয়ায় আলেপ্পোর পর এবার হামা নগরী দখলে নিয়েছে বিদ্রোহীরা

প্রকাশিত: ১২:৫২, ৬ ডিসেম্বর ২০২৪

ফন্ট সাইজ
সিরিয়ায় আলেপ্পোর পর এবার হামা নগরী দখলে নিয়েছে বিদ্রোহীরা

ছবি: সংগৃহীত

সিরিয়ায় আলেপ্পোর পর এবার হামা নগরী দখলে নিয়েছে বিদ্রোহী সশস্ত্র বাহিনীর যোদ্ধারা। একে কৌশলগত পিছুহটা বলেছেন প্রতিরক্ষামন্ত্রী জেনারেল আলী মাহমুদ আব্বাস। বিদ্রোহী দমনে প্রেসিডেন্ট বাশার আল আসাদের পাশে থাকার ঘোষণা দিয়েছে লেবাননের হিজবুল্লাহ।

মাত্র আট দিনে সিরিয়ার গুরুত্বপূর্ণ দু'টি শহর দখল করে সামনের দিকে এগুচ্ছে বিদ্রোহী গোষ্ঠী হায়াত তাহরির আল শাম-এইচটিএস যোদ্ধারা।

গত শুক্রবার সিরিয়ার দ্বিতীয় বৃহত্তম শহর আলেপ্পো দখলের পর সশস্ত্র বিদ্রোহীরা বৃহস্পতিবার হামা শহরে ঢুকে পড়ে। নগরীর কারাগার আর থানায় হামলা চালিয়ে বন্দিদের মুক্ত করে দেয়।শহরের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোর নিয়ন্ত্রণ নিয়ে দখল পাকাপোক্ত করেছে এইচটিএস। আর তাদের পথ সুগম করতে সরকার সমর্থক মিলিশিয়া বাহিনীর অবস্থান লক্ষ্য করে বিমান হামলা জারি রেখেছে তুরস্ক।

শহর দু'টি থেকে সেনাবাহিনী প্রত্যাহারের ঘটনাকে সাময়িক উল্লেখ করে সাফাই দিয়েছেন সিরিয়ার প্রতিরক্ষামন্ত্রী জেনারেল আলি মাহমুদ আব্বাস। বলেছেন, এটি কৌশলের অংশ।

এদিকে, প্রেসিডেন্ট বাশারের পক্ষে থেকে বিদ্রোহীদের বিরুদ্ধে শক্ত অবস্থান নেয়ার প্রতিশ্রুতি দিয়েছেন হিজবুল্লাহ শীর্ষ নেতা নাঈম কাসেম। আচমকা বিদ্রোহীদের এই সাফল্যের পেছনে সাবেক আল-কায়েদা নেতা আবু মোহাম্মদ আল জোলানি মূল ভূমিকা রাখছেন বলে মনে করছেন বিশ্লেষকরা।

বিভি/এআই

মন্তব্য করুন: