সিরিয়ায় ইসরাইলের বোমা হামলা ও ভূমি দখল, অক্টোবরে দেওয়া হয় দামেস্ক অন্তর্ভুক্তির প্রস্তাব

ছবি: সংগৃহীত
সিরিয়ার বিভিন্ন জায়গায় বড় আক্রমণ চালিয়েছে ইসরাইলি সেনারা। রাজধানী দামেস্কসহ ৩টি প্রধান বিমানবন্দর এবং অন্যান্য গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনাতে এসব হামলা হয়েছে। রবিবার সকালে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে উৎখাত করে হায়াত তাহরির আল-শাম দামেস্ক শহরের নিয়ন্ত্রণ নেয়। এর পরপরই ইসরাইল সিরিয়ায় আক্রমণ আরও তীব্র করে। সিরিয়ার ওপর একাধিক বিমান হামলা চালিয়ে দেশটির আরও কিছু অঞ্চল দখলে নেয় তারা।
ইসরাইলি প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহু বলেন, ১৯৭৪ সালে সিরিয়া এবং ইসরাইলের মধ্যে হওয়া ‘সেপারেশন অব ফোর্সেস’ চুক্তি আর কার্যকর থাকবে না। এই চুক্তির মাধ্যমে কেবল জাতিসংঘের শান্তিরক্ষা বাহিনীই সিরিয়া-ইসরাইল সীমান্তে অবস্থান করতে পারত।
ইসরাইল জানিয়েছে, সোমবার তারা সিরিয়ায় ১০০টি স্থানে আক্রমণ করেছে এবং দাবি করেছে যে, এই আক্রমণগুলো সন্দেহভাজন রাসায়নিক অস্ত্রের সাইটগুলোতে ছিল। তবে, সিরিয়ায় রাসায়নিক অস্ত্রের অস্তিত্বের কোনো প্রমাণ তারা দেখাতে পারেনি। ইসরাইল আরও জানিয়েছে, তারা গুরুত্বপূর্ণ স্থানগুলো, যেমন উন্নত মিসাইল সিস্টেম এবং অস্ত্রাগারগুলোতে আক্রমণ চালিয়েছে, যাতে এসব জিনিস উগ্রবাদীদের হাতে না চলে যায়।
ইসরাইলের সেনারা গোলান হাইটসে সিরিয়ার সামরিক ঘাঁটি দখল করার পর, সিরিয়ার কুনেইত্রা প্রদেশের মদিনাত আল-বাথ এবং হাজের শহরগুলোও দখল করে এবং পরে দারা প্রদেশের দিকে এগিয়ে যায়।
সিরিয়ার গোলান হাইটসে ইসরাইলের ভূমি দখলকে ‘প্রাণঘাতী’ বলে নিন্দা জানিয়েছে কাতার, ইরাক এবং সৌদি আরব। তাদের মতে, ইসরাইল এই ভূমি দখল করে ১৯৬৭ সালের যুদ্ধের পর ১৯৭৪ সালে হওয়া শান্তি চুক্তি ভঙ্গ করেছে।
এসব বিমান হামলা ও ভূমি অভিযান থেকে মধ্যপ্রাচ্যে ইসরাইলের আরও কিছু এলাকা দখলের উদ্দেশ্য ক্রমশই স্পষ্ট হয়ে উঠছে। ইসরাইলের লিকুদ পার্টির ‘গ্রেটার ইসরাইল’ ধারণাটি ১৯৭৭ সাল থেকে দেশটির রাজনীতিতে গুরুত্ব পেয়ে আসছে। গত অক্টোবর মাসে, ইসরাইলের ডানপন্থী অর্থমন্ত্রী বেজালেল স্মোত্রিচ প্যালেস্টাইন এবং প্রতিবেশী আরব দেশগুলোসহ সিরিয়ার রাজধানী দামেস্ককে অন্তর্ভুক্ত করে একটি ‘ইহূদী রাষ্ট্র’ প্রতিষ্ঠার প্রস্তাব দিয়েছিলেন।
সেসময় তিনি বলেন, ভবিষ্যতে আল-কুদস আরও বিস্তৃত হয়ে দামেস্ক পর্যন্ত পৌঁছাবে। এছাড়া, ইসরাইলের কিছু উগ্র মন্ত্রী, যেমন অ্যামিখাই এলিয়াহু, গাজায় পারমাণবিক বোমা হামলা চালানোর কথাও বলেছেন। এই পরিস্থিতিকে অনেকেই ভবিষ্যতে আরব দেশগুলোতে ঘনিয়ে আসা বড় বিপদ হিসেবে দেখছেন।
বিভি/আইজে
মন্তব্য করুন: