• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ০৮ জানুয়ারি ২০২৬

মূল্যস্ফীতির জেরে ইরানে বিক্ষোভ, ১০ দিনে নিহত অন্তত ৩৬

প্রকাশিত: ১০:৫৪, ৭ জানুয়ারি ২০২৬

ফন্ট সাইজ
মূল্যস্ফীতির জেরে ইরানে বিক্ষোভ, ১০ দিনে নিহত অন্তত ৩৬

মূল্যস্ফীতির জেরে ইরানে বিক্ষোভ নিয়ন্ত্রণে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বাড়তি সদস্য মোতায়েন করায় পরিস্থিতি আরও খারাপ দিকে মোড় নিয়েছে। নিহতের সংখ্যা পৌঁছেছে অন্তত ৩৬ জনে। বহিঃশত্রুর হামলা ঠেকাতে ৪০০ সামরিক ইউনিট প্রস্তুত রাখার হুঁশিয়ারি দিয়েছে দেশটির রেভ্যুলেশনারি গার্ড।

বিক্ষোভের দশম দিন মঙ্গলবার (৬ জানুয়ারি) রাজধানী তেহরানের গ্র্যান্ড বাজারে আইন-শৃঙ্খলা বাহিনীর বাধায় পাল্টাপাল্টি সংঘর্ষে আতঙ্ক ছড়িয়ে পড়ে। টিয়ার গ্যাস নিক্ষেপ করে বিক্ষোভ ছত্রভঙ্গের চেষ্টা চালানো হলে দোকানপাট সব বন্ধ করে দেন দোকানিরা।

রাতে ইলাম প্রদেশের আবদানান শহরেও বিক্ষোভ মিছিল হয়েছে। নিহত একজনের জানাজা শেষে বিক্ষোভ মিছিল থেকে সংঘর্ষ ছড়িয়ে পড়লে গুলিতে এক পুলিশ নিহত হয়। পুলিশি ধরপাকড় হয়েছে এই প্রদেশের প্রধান শহর ইলামের ইমাম খোমেনি হাসপাতালে। মালেকশাহী শহরে সেনা সদরের বাইরে বিক্ষোভে আহত অনেকে সেখানে চিকিৎসা নিচ্ছিলেন। এর নিন্দা জানিয়েছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের ইরান শাখা।

এদিকে, বিক্ষোভকারীদের প্রতি কোন দয়া দেখানো হবে না বলে হুঁশিয়ার করেছেন প্রধান বিচারপতি গোলাম হোসেইন মোহসিনি-ইজেই। বিশৃঙ্খলার সুযোগে যুক্তরাষ্ট্র আর ইসরাইলের সম্ভাব্য আক্রমণের শঙ্কায় আগাম হুমকি দিয়েছে ইরানের রেভ্যুলেশনারি গার্ড।

ব্রিগেডিয়ার জেনারেল মোরতেজা ঘোরবানি জানিয়েছেন, সেনাবাহিনী যুদ্ধের সর্বোচ্চ প্রস্তুতি নিয়ে রেখেছে। 

বিভি/পিএইচ

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2