এবার ভেনেজুয়েলার বিপুল তেল বিক্রির ঘোষণা ট্রাম্পের!
ছবি: ডোনাল্ড ট্রাম্প (ফাইল ফটো)
ভেনেজুয়েলার ৫ কোটি ব্যারেল তেল বিক্রি করার ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সহযোগিতা না পেলে ভেনেজুয়েলায় দ্বিতীয় দফা হামলার হুমকিও দিয়েছেন তিনি। সেইসাথে, গ্রিনল্যান্ড দখলের জন্য সেনা অভিযানসহ সম্ভাব্য বিকল্পগুলো পর্যালোচনার খবর দিয়েছে হোয়াইট হাউজ।
ভেনেজুয়েলা থেকে প্রেসিডেন্ট মাদুরোকে অপহরণের নজিরবিহীন কাণ্ডে দেশে-বাইরে তীব্র সমালোচনার মুখে পড়লেও সাফাই মন্তব্য জারি রেখেছেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প।
এবিসি টেলিভিশনকে ট্রাম্প জানিয়েছেন, ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্টের দায়িত্ব নেওয়া ডেলসি রদ্রিগেজ যুক্তরাষ্ট্রকে সহায়তা না করলে সেখানে আবার হামলা হতে পারে। সামাজিক মাধ্যম ট্রুথ সোস্যালে ট্রাম্প জানিয়েছেন, নিষেধাজ্ঞার আওতায় থাকা ভেনেজুয়েলার উচ্চ মানসম্পন্ন তেল বাজার দরে বিক্রি করতে জ্বালানি মন্ত্রীকে নির্দেশ দিয়েছেন। এখান থেকে পাওয়া অর্থ ভেনেজুয়েলার জনগণের স্বার্থেই খরচের নিশ্চয়তা দিয়ে এটি নিজে তদারকি করবেন বলেও আশ্বস্ত করেছেন মার্কিন প্রেসিডেন্ট।
এদিকে, হোয়াইট হাউজ জানিয়েছে, গ্রিনল্যান্ড দখলে নিতে সামরিক অভিযানের সম্ভাব্য দিকগুলো নিয়ে সেনা কর্মকর্তাদের সাথে ট্রাম্পের জরুরি বৈঠক হয়েছে।
বিভি/এমআর




মন্তব্য করুন: