• NEWS PORTAL

  • রবিবার, ০৬ জুলাই ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

আইএসে’র আত্মঘাতী হামলায় নিহত তালেবানের মন্ত্রী, ছিলেন যুক্তরাষ্ট্রের সন্ত্রাসী তালিকায়

প্রকাশিত: ১২:৪১, ১২ ডিসেম্বর ২০২৪

আপডেট: ১২:৫০, ১২ ডিসেম্বর ২০২৪

ফন্ট সাইজ
আইএসে’র আত্মঘাতী হামলায় নিহত তালেবানের মন্ত্রী, ছিলেন যুক্তরাষ্ট্রের সন্ত্রাসী তালিকায়

ছবি- সংগৃহীত

আফগানিস্তানের শরণার্থী বিষয়ক মন্ত্রী খলিল উর-রহমান হাক্কানি এক আত্মঘাতী বোমা হামলায় নিহত হয়েছেন। বুধবার কাবুলে তালেবান সরকারের এই শীর্ষ মন্ত্রীর ওপর হামলাটি চালানো হয়, যা ২০২১ সালে আফগানিস্তানে তালেবানের ক্ষমতা পুনরুদ্ধারের পর সবচেয়ে বড় হতাহতের ঘটনা হিসেবে চিহ্নিত হয়েছে। হাক্কানি যখন তার অফিস ছেড়ে বের হচ্ছিলেন, তখন এ বিস্ফোরণ ঘটে। এই হামলায় হাক্কানির সাথে আরও ৬ জন নিহত হয়েছেন।

ইসলামিক স্টেট-আইএস এ হামলার দায় স্বীকার করেছে। সংগঠনটির সংবাদ সংস্থা ‘আমাক’ জানিয়েছে, হামলাকারী এক সদস্য হাক্কানির অফিসের বাইরে বিস্ফোরক বসিয়ে এ আত্মঘাতী আক্রমণ চালিয়েছে। এ হামলাকে ‘কাপুরুষোচিত আক্রমণ’ বলে মন্তব্য করেছেন তালেবান সরকারের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ।

খলিল রহমান হাক্কানি ছিলেন একজন আফগান পাখতুন যোদ্ধা এবং মুজাহিদীন নেতা। হাক্কানি ১৯৬৬ সালের পয়লা জানুয়ারি পাকতিয়া প্রদেশে জন্মগ্রহণ করেন বলে ধারণা করা হয়। তিনি পাখতুন জাতিগত গোষ্ঠী ‘জাদরান’-এর অন্তর্গত ছিলেন।

আফগানিস্তানের হাক্কানি নেটওয়ার্কের প্রতিষ্ঠাতা ছিলেন খলিল হাক্কানির ভাই জালালুদ্দিন হাক্কানি। জালালুদ্দিন ১৯৮০-এর দশকে সোভিয়েত সেনাবাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করা বিখ্যাত গেরিলা নেতা হিসেবে পরিচিত ছিলেন। খলিল উর-রহমান, হাক্কানি নেটওয়ার্কের একজন গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন। ১৯৯০-এর দশকের মাঝামাঝি সময়, তারা মুল্লাহ ওমরের তালেবান সরকারের সাথে যুক্ত হন। ২০২১ সালে খলিল তালেবান সরকারের অন্তর্বর্তী মন্ত্রিসভায় যোগ দিয়েছিলেন।

খলিল উর-রহমান হাক্কানিকে তালেবানের দুই দশকের সশস্ত্র অভিযানের সময়, একাধিক সহিংস হামলার জন্য দায়ী করে আসছে যুক্তরাষ্ট্র। ২০১১ সালের ৯ ফেব্রুয়ারি খলিল হাক্কানিকে বিশেষভাবে নিয়োগপ্রাপ্ত ‘বিশ্বসন্ত্রাসী’ হিসেবে ঘোষণা করে মার্কিন যুক্তরাষ্ট্রের ট্রেজারি ডিপার্টমেন্ট। এসময়, হাক্কানিকে গ্রেপ্তারের তথ্য সরবরাহকারীকে ৫ মিলিয়ন ডলার পুরস্কার দেওয়ার প্রস্তাবও দেওয়া হয়। এছাড়া, জাতিসংঘ তাকে আল-কায়েদা, ওসামা বিন লাদেন এবং তালেবানের সাথে যুক্ত থাকার জন্য স্যাংশন তালিকায় অন্তর্ভুক্ত করে।

বিভি/আইজে

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2