• NEWS PORTAL

  • সোমবার, ২০ জানুয়ারি ২০২৫

করোনার মতোই চোখ রাঙাচ্ছে নতুন ভাইরাস 

প্রকাশিত: ১৭:২২, ৪ জানুয়ারি ২০২৫

ফন্ট সাইজ
করোনার মতোই চোখ রাঙাচ্ছে নতুন ভাইরাস 

ছবি: হিউম্যান মেটানিউমো-ভাইরাস

চীন ও জাপানে ছড়িয়ে পড়েছে হিউম্যান মেটানিউমো-ভাইরাস। স্বাস্থ্য বিশেষজ্ঞরা শঙ্কা প্রকাশ করে বলছেন, ভাইরাসটি করোনার মতোই ভয়াবহ আকার ধারণ করতে পারে। জ্বর, কাশি বা শ্বাসকষ্টের মতো সাধারণ ঠান্ডাজনিত সমস্যা ভাইরাসটির প্রাথমিক লক্ষণ। অনেক সময় সংক্রমণের তীব্রতা ব্রঙ্কাইটিস, নিউমোনিয়া, অ্যাজমার মতো সমস্যা সৃষ্টি করতে পারে।

এই ভাইরাসে এরই মধ্যে আক্রান্ত হয়েছেন অনেকে। চীনে করোনার মতোই হাসপাতালে রোগীদের ভিড় বেড়েছে। একই অবস্থা জাপানেও। চলতি মৌসুমে দেশটিতে ঠান্ডাজনিত সংক্রমণ ছাড়িয়েছে সাত লাখেরও বেশি মানুষের মধ্যে।

এইচএমপিভি ভাইরাস চীন থেকে ভারতে ছড়িয়ে পড়ার শঙ্কা প্রকাশ করেছে দেশটির স্বাস্থ্য বিভাগ। যে কোনো লক্ষণ দেখা দিলে দ্রুত চিকিৎসকের কাছে যাওয়ার পরামর্শ দিয়েছে তারা।

প্রায় দুই দশক আগে এইচএমপিভি ভাইরাসের উপস্থিতি জানান দিলেও এখন পর্যন্ত এর টিকা আবিষ্কার হয়নি। সতর্কতা হিসেবে টানা ২০ সেকেন্ড ধরে সাবান ও পানি দিয়ে হাত ধোয়া, অপরিষ্কার হাতে নাক-মুখ স্পর্শ না করা এবং আক্রান্ত ব্যক্তিদের থেকে নিরাপদ দূরত্ব বজায় রাখার পরামর্শ দিয়েছেন চিকিৎসকেরা। সূত্র: 

বিভি/এমআর

মন্তব্য করুন: