• NEWS PORTAL

  • বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫

লন্ডনে ফিলিস্তিনের পক্ষে বিক্ষোভ করায় গ্রেটা থুনবার্গ গ্রেফতার

প্রকাশিত: ২১:১৯, ২৩ ডিসেম্বর ২০২৫

ফন্ট সাইজ
লন্ডনে ফিলিস্তিনের পক্ষে বিক্ষোভ করায় গ্রেটা থুনবার্গ গ্রেফতার

ফিলিস্তিনিদের পক্ষে লন্ডনে এক বিক্ষোভে অংশ নেওয়ায় আলোচিত মানবাধিকার ও পরিবেশ অধিকারকর্মী গ্রেটা থুনবার্গকে গ্রেফতার  করেছে পুলিশ। কারাগারে অনশনরত ‘প্যালেস্টাইন অ্যাকশন’ আন্দোলনের সমর্থনে মঙ্গলবার (২৩ ডিসেম্বর) লন্ডনের সিটি এলাকায় ফেনচার্চ স্ট্রিটে বিক্ষোভস্থল থেকে ২২ বছর বয়সী এই অ্যাকটিভিস্টকে আটক করা হয়। ‘প্রিজনার্স ফর প্যালেস্টাইন’ নামের একটি প্রতিবাদী সংগঠনের বরাতে বিবিসি এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, গ্রেটা থুনবার্গের হাতে একটি প্ল্যাকার্ড ছিল, যাতে লেখা ছিল-  ‘আমি প্যালেস্টাইন অ্যাকশন বন্দিদের সমর্থন করি’ এবং ‘আমি গণহত্যার বিরোধিতা করি’।

সিটি অব লন্ডন পুলিশ জানায়, ২২ বছর বয়সী এক নারীকে নিষিদ্ধঘোষিত একটি সংগঠনের (এ ক্ষেত্রে প্যালেস্টাইন অ্যাকশন) পক্ষে প্ল্যাকার্ড প্রদর্শনের অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে। এটি সন্ত্রাসবাদ আইন ২০০০-এর ১৩ ধারার লঙ্ঘন। পুলিশ আরও জানায়, ‘হাতুড়ি ও লাল রঙ ব্যবহার করে একটি ভবন ক্ষতিগ্রস্ত করা’র খবর পেয়ে সকাল আনুমানিক ৭টার দিকে তারা ওই এলাকায় যায়। এ ঘটনায় আরও এক পুরুষ ও এক নারীকে ফৌজদারি অপরাধের সন্দেহে গ্রেফতার করা হয়।

এদিকে, ‘প্রিজনার্স ফর প্যালেস্টাইন’ জানায়, তারা ‘অ্যাসপেন ইনস্যুরেন্স’র কার্যালয়ের সামনে বিক্ষোভ করেছে। তাদের দাবি, এই প্রতিষ্ঠানটি ইসরায়েল-সংযুক্ত প্রতিরক্ষা কোম্পানি ‘এলবিট সিস্টেমস’কে সেবা দিয়ে থাকে।

উল্লেখ্য, জলবায়ু আন্দোলনের মাধ্যমে পরিচিতি পাওয়া গ্রেটা থুনবার্গ সাম্প্রতিক সময়ে ফিলিস্তিনি ইস্যুর সমর্থনে একাধিক বিক্ষোভে যুক্ত হয়েছেন।

বিভি/পিএইচ

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2