• NEWS PORTAL

  • সোমবার, ২০ জানুয়ারি ২০২৫

বাংলাদেশ সীমান্তে উসকানিমূলক স্লোগান দিয়েছে ভারতীয়রাই: ফিরহাদ হাকিম

প্রকাশিত: ১৪:৪৩, ১০ জানুয়ারি ২০২৫

আপডেট: ১৪:৪৪, ১০ জানুয়ারি ২০২৫

ফন্ট সাইজ
বাংলাদেশ সীমান্তে উসকানিমূলক স্লোগান দিয়েছে ভারতীয়রাই: ফিরহাদ হাকিম

ভারতীয়দের বিরুদ্ধে বাংলাদেশ সীমান্তে ‘উসকানিমূলক স্লোগান’ দেওয়ার অভিযোগ করেছেন পশ্চিমবঙ্গের পৌর ও নগরোন্নয়নমন্ত্রী ফিরহাদ হাকিম। (বৃহস্পতিবার) কলকাতা পৌরসভায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি এ অভিযোগ করেন।

সম্প্রতি একটি ভাইরাল ভিডিওতে মালদায় সীমান্তে কাঁটাতারের বেড়া দিতে গিয়ে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির বাধার মুখে পড়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। তখন বিএসএফের পাশে কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়িয়ে প্রতিরোধ গড়ে তোলেন স্থানীয় গ্রামবাসীরা। তারা ‘বন্দেমাতরম’ ও ‘ভারত মাতা কি জয়’ প্রভৃতি স্লোগান দেয়।

সেই ভিডিও প্রসঙ্গে(বৃহস্পতিবার) এক সাংবাদিকের প্রশ্নের জবাবে ফিরহাদ হাকিম বলেন, "এমনটি হওয়া উচিতও নয়। এখান থেকেও কিছু উসকানিমূলক স্লোগান শুনলাম, আপনাদেরই টিভিতে শুনলাম। এটা কাম্য নয়। কাম্য হচ্ছে, আমাদের বর্ডার আমরা বেড়া দেব। ওদের বর্ডার ওরা যদি ইচ্ছা করে দেবে। এটার মধ্যে কেন বিরোধ আমি বুঝতে পারি না।"

তিনি আরও বলেন, "সীমান্তে যেখানে কাঁটাতারের বেড়া নেই, যার ফলে বাংলাদেশিরা ভারতীয়দের ফসল কেটে নিয়ে চলে যাচ্ছে, এই ব্যাপারটা বিএসএফের আরও দেখা উচিত। অমিত শাহকে বলা উচিত আরও কঠোর হওয়ার জন্য।"

পশ্চিমবঙ্গের পৌর ও নগরোন্নয়নমন্ত্রী অভিযোগ করে বলেন, "সাম্প্রদায়িক রাজনীতি করার জন্য বিএসএফকে নিষ্ক্রিয় করছেন অমিত শাহ। বিএসএফ’কে সবসময় জমি দেওয়া হয়েছে। এইসব বেকার কথাবার্তা। দেশ তো আমারও ৷ কেন জমি দেব না ? বাংলাদেশে যা হচ্ছে, সুস্থ মস্তিষ্কের মানুষ মেনে নিতে পারেন না ।’’

ফিরহাদ হাকিম বলেন, "বিএসএফ লোক ঢুকিয়ে দেবে, এখানে খাগড়াগড় হবে, এখানে সন্ত্রাসবাদী আসবে, এটা তো উচিত নয়। এটা তো আমাদের অস্বীকার করার কিছু নেই যে বাংলাদেশ এখন 'দুর্বৃত্তদের দেশ'। সেখাকে আটকাতে হবে তো। যাতে এখানে প্রভাব না পড়ে। আমি খুলে দিয়ে চুপ করে রইলাম। আমি এখানে কমিউনালাইজ করব, এখানে বিভাজনের রাজনীতি করার জন্য বিএসএফকে বললাম চুপ করে থাকো। এটা তো উচিত না। দেশের নিরাপত্তা সব থেকে আগে। দেশের স্বার্থের আগে কিচ্ছু নেই। রাজনীতিও নেই। হওয়া উচিত নয়।"

বিভি/ এসআই

মন্তব্য করুন: