• NEWS PORTAL

  • রবিবার, ৩১ আগস্ট ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

চীন ছাড়া বাকি সব দেশের নতুন শুল্ক ৩ মাসের জন্য স্থগিত করলেন ট্রাম্প

প্রকাশিত: ০০:১৮, ১০ এপ্রিল ২০২৫

আপডেট: ০০:১৮, ১০ এপ্রিল ২০২৫

ফন্ট সাইজ
চীন ছাড়া বাকি সব দেশের নতুন শুল্ক ৩ মাসের জন্য স্থগিত করলেন ট্রাম্প

শুল্ক নিয়ে সিদ্ধান্ত বদলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

নতুন আরোপিত শুল্ক নিয়ে সিদ্ধান্ত বদলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীন ছাড়া যেসব দেশের ওপর পারস্পরিক শুল্ক আরোপ করা হয়েছিল সেগুলো ৩ মাসের জন্য স্থগিত করেছেন  ট্রাম্প। বুধবার (৯ এপ্রিল) তিনি এ ঘোষণা দিয়েছেন।

এই সময় দেশগুলোর পণ্যে পাল্টা শুল্ক ন্যূনতম ১০ শতাংশ কার্যকর হবে। তবে চীনের পণ্যে শুল্ক বাড়িয়ে ১২৫ শতাংশ ঘোষণা করেছেন মার্কিন প্রেসিডেন্ট। আজ বুধবার নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে এক পোস্টে এ ঘোষণা দিয়েছেন ট্রাম্প।

অন্য দেশগুলোকে ছাড় দিলেও চীনা পণ্যের ওপর মোট শুল্কের পরিমাণ ১০৪ শতাংশ থেকে বেড়ে ১২৫ শতাংশ করার ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। তিনি লিখেছেন, ‘চীন বিশ্বের বাজারগুলোর প্রতি শ্রদ্ধার যে ঘাটতি দেখিয়েছে, তার ভিত্তিতে আমি যুক্তরাষ্ট্রে চীনের পণ্যে শুল্ক বাড়িয়ে ১২৫ শতাংশ ধার্য করছি। এটা অবিলম্বে কার্যকর হবে।

বাংলাদেশের ওপর গত সপ্তাহে পারস্পরিক শুল্ক হিসেবে ৩৭ শতাংশ শুল্ক আরোপ করেছিলেন তিনি। এর আগে বাংলাদেশের শুল্ক ছিল ১৫ শতাংশ। নতুন সিদ্ধান্ত অনুযায়ী আগামী ৯০ দিন পুরোনো হারেই শুল্ক প্রযোজ্য হবে বাংলাদেশের।

বিভি/এজেড

মন্তব্য করুন: