পাকিস্তানের আকাশসীমা বারবার লঙ্ঘন করছে ভারতীয় ড্রোন, ভূপাতিত ৯টি স্থানে

ছবি: সংগৃহীত
ভারতের পাঠানো ড্রোন পাকিস্তানের ৯টি স্থানে ভূপাতিত করা হয়েছে। করাচি ও লাহোরের নিকটবর্তী এলাকা এতে অন্তর্ভুক্ত রয়েছে। পাকিস্তানি সেনাবাহিনীর মুখপাত্রের এক সংবাদ ব্রিফিংয়ে এসব তথ্য জানানো হয়। খবরটি জানিয়েছে আল-জাজিরা।
পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)–এর মুখপাত্র মেজর জেনারেল আহমেদ শরীফ চৌধুরী বলেন, ‘ভারতীয় ড্রোনগুলো বারবার পাকিস্তানের আকাশসীমা লঙ্ঘন করছে। এটি একটি নগ্ন আগ্রাসন, যার জন্য ভারতকে চড়া মূল্য দিতে হবে।’
মেজর জেনারেল আহমেদ শরীফ আরও জানান, ভূপাতিত ড্রোনগুলোর ধ্বংসাবশেষ উদ্ধার করে পরীক্ষা-নিরীক্ষা চালানো হচ্ছে। তবে, এ বিষয়ে ভারতের পক্ষ থেকে এখনো কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
বিভি/আইজে
মন্তব্য করুন: