রাশিয়া-ইউক্রেনে ৩০ দিনের নিঃশর্ত যুদ্ধবিরতির আহ্বান

রাশিয়া ও ইউক্রেনের যুদ্ধবিরতি নিয়ে আলোচনা করতে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার ও ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখোঁসহ বিশ্বনেতারা ইউক্রেনের রাজধানী কিয়েভে বৈঠক করেছেন। পূর্ণাঙ্গ ও নিঃশর্তভাবে ৩০ দিনের যুদ্ধবিরতিতে রাজি হতে আহ্বান জানিয়েছে রাশিয়াকে। যুদ্ধবিরতি প্রসঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথেও ফোনালাপ করেছেন ইউরোপীয় নেতারা। শনিবার (১০ মে) বিবিসির প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।
কিয়েভে পৌঁছানোর পর ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি তাদের স্বাগত জানান। আলোচনা শেষে এক যৌথ বিবৃতিতে বিশ্বনেতারা জানান, যুদ্ধবিরতি চুক্তিতে রাজি হতে এবং দু'দেশে স্থিতিশীলতা ফেরাতে রাশিয়ার ওপর চাপ বাড়ানো হবে।
এছাড়াও যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত ৩০ দিনের যুদ্ধবিরতি চুক্তি, পরবর্তীতে স্থায়ী সমাধানের জন্য আলোচনা শুরু করতে সাহায্য করবে বলেও বিশ্বাস করেন নেতারা।
তবে, ক্রেমলিনের প্রেস সচিব দিমিত্রি পেসকভ বলেন, যুদ্ধবিরতি চুক্তির আগে ইউক্রেনের মিত্রদের অবশ্যই দেশটিতে অস্ত্র পাঠানো বন্ধ করতে হবে।
বিভি/পিএইচ
মন্তব্য করুন: