• NEWS PORTAL

  • শনিবার, ১০ মে ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

ভারতীয় গোলাবর্ষণে পাকিস্তান-শাসিত কাশ্মীরে শিশুসহ ১৩ জন নিহত

প্রকাশিত: ১৫:১৬, ১০ মে ২০২৫

আপডেট: ১৫:২৮, ১০ মে ২০২৫

ফন্ট সাইজ
ভারতীয় গোলাবর্ষণে পাকিস্তান-শাসিত কাশ্মীরে শিশুসহ ১৩ জন নিহত

ছবি: সংগৃহীত

এবার ভারতীয় সেনাবাহিনীর গোলাবর্ষণে পাকিস্তান-শাসিত কাশ্মীরে অন্তত ১৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৫০ জনের বেশি।

পাকিস্তান-শাসিত কাশ্মীর সরকারের মুখপাত্র মাজহার হুসেন শাহ আল জাজিরাকে জানান, ভারতীয় সেনাবাহিনীর গোলাবর্ষণে অন্তত ১৩ জন প্রাণ হারিয়েছেন। নিহতদের মধ্যে ১০ বছরের কম বয়সী একটি শিশুও রয়েছে বলে জানান তিনি।

এর আগে পাকিস্তানে ভারতীয় হামলায় ৩১ জন বেসামরিক নাগরিক নিহত হয়, যাদের মধ্যে নারী ও শিশুও ছিল। সেই হামলার জবাবে ১০ মে ভারতের একাধিক সামরিক ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালায় পাকিস্তান।

এদিকে, নিহত শিশুদের হত্যার প্রতিশোধ হিসেবে মিসাইল হামলা চালানো হয়েছে বলে জানায় পাকিস্তান। 

এই পাল্টাপাল্টি হামলায় দুই দেশের মধ্যে উত্তেজনা মারাত্মকভাবে বৃদ্ধি পেয়েছে। পরিস্থিতি দ্রুত অবনতির দিকে চলে যাওয়ায় যুদ্ধের পূর্ণ সম্ভাবনা সৃষ্টি হয়েছে।

বিভি/আইজে

মন্তব্য করুন: