• NEWS PORTAL

  • রবিবার, ১১ মে ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

যুদ্ধবিরতিতে রাজি ভারত-পাকিস্তান: ট্রাম্প

প্রকাশিত: ১৮:২৩, ১০ মে ২০২৫

আপডেট: ১৯:০৬, ১০ মে ২০২৫

ফন্ট সাইজ
যুদ্ধবিরতিতে রাজি ভারত-পাকিস্তান: ট্রাম্প

ছবি: সংগৃহীত

অবিলম্বে পূর্ণাঙ্গ যুদ্ধবিরতিতে রাজি হয়েছে ভারত ও পাকিস্তান। শনিবার (১০ মে) মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিকমাধ্যম ট্রুথ সোশ্যালে এই বার্তা দেন। 

ট্রুথ সোশ্যালে ট্রাম্প লিখেছেন, আমেরিকার মধ্যস্থতায় দীর্ঘ রাত ধরে আলোচনার পর, আমি আনন্দের সঙ্গে ঘোষণা করছি যে, ভারত এবং পাকিস্তান অবিলম্বে পূর্ণ যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে।

এদিকে, পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ইসহাক দারও বিষয়টি নিশ্চিত করেছেন বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।  

ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি জানান, দুই দেশ সব ধরনের সামরিক অভিযান বন্ধ করতে সম্মত হয়েছে। স্থানীয় সময় বিকাল ৫টা থেকে এই সিদ্ধান্ত কার্যকর হয়েছে। তিনি আরও জানান, দুপুরে দুই দেশের সেনাপ্রধান কথোপকথনের মাধ্যমে এই সিদ্ধান্তে সম্মত হন। 

দুই দেশ আবার ১২ তারিখ আলোচনায় বসবে।  

বিভি/এসজি

মন্তব্য করুন: