• NEWS PORTAL

  • মঙ্গলবার, ১৩ মে ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

‘নিউক্লিয়ার ব্ল্যাকমেইল সহ্য করবে না ভারত’ 

প্রকাশিত: ২১:৫৭, ১২ মে ২০২৫

ফন্ট সাইজ
‘নিউক্লিয়ার ব্ল্যাকমেইল সহ্য করবে না ভারত’ 

ছবি: সংগৃহীত

কাশ্মীরের পেহেলগামে বন্দুকধারীদের হামলার পর পাকিস্তানের সাথে সাম্প্রতিক যুদ্ধ ঘিরে জাতির উদ্দেশে প্রথম ভাষণ দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সোমবার স্থানীয় সময় রাত ৮টায় জাতির উদ্দেশে ভাষণ দেন তিনি। ভাষণে সন্ত্রাসবাদ এবং পরমাণু ইস্যুতে পাকিস্তানকে হুমকি দিয়েছেন মোদি। খবর এনডিটিভির।  

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, ‘আমাদের সেনাবাহিনী সর্বদা সতর্ক। আকাশ, জল থেকে শুরু করে মাটি-সর্বত্র আমরা প্রস্তুত থেকেছি। এটাকে একদম সহজভাবে মোকাবেলা করেছে ভারতের সেনারা। ভবিষ্যতে প্রয়োজন হলে আবার জবাব দেওয়া হবে। কোনো নিউক্লিয়ার ব্ল্যাকমেইল ভারত সহ্য করবে না।’

ভাষণে মোদি বলেন, ‘ভারতের পরাক্রমশালী সেনা, সশস্ত্র বাহিনী, এজেন্সি ও আমাদের বিজ্ঞানীদের স্যালুট জানাই। অপারেশন সিঁদুরের সাফল্যের জন্য তাঁদের (সেনার) পরাক্রমকে আমরা উৎসর্গ করছি দেশের সব মা, সব নারীদের। স্ত্রী ও বাচ্চাদের সামনে ধর্ম জিজ্ঞাসা করে নৃশংসভাবে খুন করা হয়েছে পেহেলগামে। আমার কাছে এটা নিষ্ঠুরতা। এই ঘটনার পরে সকলেই এক সুরে সন্ত্রাসবাদের বিরুদ্ধে সুর তুলেছেন। হামলাকারীরা বুঝে গেছে, মা-বোনদের সিঁদুর মুছে ফেলার পরিণাম কী।’

ভারতের প্রধানমন্ত্রী বলেন, ‘যখন দেশ একজোট হয়, যখন সবার আগে দেশ আসে, তার ফল মেলে। যখন পাকিস্তানের সন্ত্রাসবাদকে গুঁড়িয়ে দিতে ভারত হামলা চালাল, সন্ত্রাসবাদী সংগঠনই নয়, তাদের মনোবলও গুঁড়িয়ে দেওয়া হয়েছে।’

পৃথিবীতে বড় বড় সন্ত্রাসবাদী হামলা একই সুতোয় বাঁধা উল্লেখ করে মোদি বলেন, ‘তাই ভারতের হামলায় সন্ত্রাসবাদের ‘হেড কোয়ার্টার’ ভেঙে দেওয়া হয়েছে। পাকিস্তান হতাশ। ওরা নিরাশায়। এই অবস্থায় ওরা আরও একটা ভুল করেছে। ভারতের সঙ্গ দেওয়ার বদলে ভারতের ওপরেই হামলা করল! আমাদের স্কুল-কলেজ, সাধারণ নাগরিকের বাড়িঘর, মন্দিরকে নিশানা করল পাকিস্তান। এখানেও ওরা ব্যর্থ হলো। দুনিয়া দেখল, কীভাবে পাকিস্তানের ড্রোন, মিসাইল ভারতের কাছে ধুলিসাৎ হলো। আকাশেই নষ্ট করে দেওয়া হলো। তিনদিনে পাকিস্তানকে যা করা হয়েছে, তা ওরা ভাবতেই পারেনি। এখন ওরা বাঁচার রাস্তা খুঁজছে। দেশে দেশে ঘুরছে। খারাপভাবে মার খাওয়ার পরে ১০ মে পাকিস্তানি সেনা আমাদের ডিজিএমও-দের দ্বারস্থ হন। তার আগে আমরা পাকিস্তানের মাটিতে থাকা সন্ত্রাসবাদীদের ঘাঁটি গুঁড়িয়ে দিয়েছি।’

বিভি/এসজি

মন্তব্য করুন: