শেখ হাসিনার বিষয়ে নাক গলাবো না: রাহুল গান্ধী

ছাত-জনতার গণঅভ্যুত্থানের জেরে দেশ ছেড়ে পালিয়ে ভারতে গিয়ে আশ্রয় নিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ৫ আগস্ট থেকেই তিনি সেখানে অবস্থান করছেন। শেখ হাসিনাকে ফেরত দিতে ভারতের সঙ্গে কূটনৈতিক আলাপও করেছে বাংলাদেশ। ভারত এ বিষয়ে এখনও কোনো সদুত্তর দেয়নি। সম্প্রতি যুক্তরাষ্ট্রের ব্রাউন বিশ্ববিদ্যালয়ে শিক্ষক-শিক্ষার্থীদের সাথে মতবিনিময়কালে কংগ্রেসের সাবেক সভাপতি রাহুল গান্ধীও এড়িয়ে যান বাংলাদেশ-ভারত সম্পর্ক প্রসঙ্গ। শেখ হাসিনার বিষয়ে নাক গলাতে চান না বলে জানিয়েছেন রাহুল।
মঙ্গলবার (১৩ মে) কলকাতায় বাংলাদেশ উপ-হাইকমিশনের প্রেস সচিব তারিক চয়নের ফেসবুক পোস্টে এ তথ্য জানা গেছে।
পোস্টে তারিক চয়ন লিখেছেন, 'নিজ দেশের সাধারণ জনগণের ধাওয়া খেয়ে পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিষয়ে কোনো মন্তব্য করতে চান না ভারতের প্রধান বিরোধীদল কংগ্রেসের সাবেক সভাপতি রাহুল গান্ধী।
গত মাসে যুক্তরাষ্ট্র সফরে গিয়েছিলেন রাহুল। ২১ এপ্রিল বোস্টন শহরে ব্রাউন বিশ্ববিদ্যালয়ে শিক্ষক-শিক্ষার্থীদের সাথে মতবিনিময়কালে তিনি নিজের এমন অবস্থান তুলে ধরেন।
সেখানে মাহির নামের একজন রাহুলকে বলেন: আমি মাহির বলছি। আমি আজ আপনাকে বাংলাদেশ-ভারত সম্পর্ক বিষয়ে জিজ্ঞাসা করতে চাই৷ দুটি বিষয় নিয়ে। প্রথমত, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর এখন ভারতে অবস্থান করছেন।
রাহুল: আপনি কি বাংলাদেশ থেকে বলছেন?
মাহির: আমার বাবা-মা বাংলাদেশের। সুতরাং, হ্যাঁ। ২০২৪ সালের জুলাই মাসে বিক্ষোভ পরিস্থিতির প্রেক্ষিতে তিনি (হাসিনা) পালিয়ে যাওয়ার পর ভারতের কি উচিত শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে দেওয়া যাতে প্রতিবাদ দমনের জন্য তার বিচার করা যায়?
রাহুল তখন হেসে বলেন, আমি এই বিষয়ে নাক গলাবো না।
অন্য এক বিষয়ে নিজের অবস্তান স্পষ্ট করে রাহুল ফের বলেন, 'শেখ হাসিনার বিষয়ে আমি আসলে কোনও মন্তব্য করবো না। কারণ, আমি এ বিষয় নিয়ে নাক গলাবো না।'
বিভি/টিটি
মন্তব্য করুন: