• NEWS PORTAL

  • শুক্রবার, ২৩ মে ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

যুক্তরাষ্ট্রে ইসরাইলি দূতাবাসের দুই কর্মী গুলি করে হত্যা: গ্রেফতার ব্যক্তির বিচার শুরু

প্রকাশিত: ১৭:৩৩, ২৩ মে ২০২৫

আপডেট: ১৭:৩৪, ২৩ মে ২০২৫

ফন্ট সাইজ
যুক্তরাষ্ট্রে ইসরাইলি দূতাবাসের দুই কর্মী গুলি করে হত্যা: গ্রেফতার ব্যক্তির বিচার শুরু

প্রতীকী ছবি

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে ইসরাইলি দূতাবাসের দুই কর্মী গুলি করে হত্যার ঘটনায় গ্রেফতার ইলিয়াস রদ্রিগেজের বিচার শুরু হয়েছে। হত্যা মামলায় দোষী সাব্যস্ত হলে সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ড হতে পারে তার।

বৃহস্পতিবার (২২ মে) মার্কিন অ্যাটর্নি জিনি পিরো সংবাদ সম্মেলনে জানিয়েছেন, বুধবার রাতের ওই হামলাকে বিদ্বেষমূলক অপরাধ বা হেইট ক্রাইম হিসেবে বিবেচনা করা হচ্ছে। নিঃসন্দেহে এটি মৃত্যুদণ্ড পাওয়ার মতো অপরাধ হলেও সিদ্ধান্ত আদালতের বলে মন্তব্য করেছেন তিনি। ইলিয়াসের বিরুদ্ধে সরাসরি হত্যা, বিদেশি নাগরিককে হত্যা আর অস্ত্রের অনৈতিক ব্যবহারের অভিযোগ পেশ করা হয়েছে আদালতে।

শুনানিতে এফবিআইয়ের তরফ থেকে বলা হয়েছে, হামলাটি ইহুদিদের বিরুদ্ধে সহিংসতা আর আতঙ্ক ছড়ানোর অপচেষ্টা। বুধবার রাতে ওয়াশিংটন ডিসিতে ইহুদিদের একটি জাদুঘরের বাইরে গুলিবর্ষণে নিহত হন ইয়ারোন লিচেনস্কি এবং সারাহ লিন মিলগ্রিম। আগামী সপ্তাহে জেরুজালেমে গিয়ে বিয়ে করার জন্য আংটি কিনেছিলেন তারা। এদের একজন দূতাবাসের রাজনৈতিক শাখার গবেষক এবং অপরজন সমন্বয়কের দায়িত্বে ছিলেন।

গুলিবর্ষণের পর পুলিশ ঘটনাস্থল থেকে ইলিয়াসকে আটক করার সময় 'ফ্রি প্যালেস্টাইন' বলে স্লোগান দিচ্ছিলো সে। পরে তার বাসায় তল্লাশি চালিয়ে আলামত সংগ্রহ করে আইনশৃঙ্খলা বাহিনী।

বিভি/এমআর

মন্তব্য করুন: