• NEWS PORTAL

  • রবিবার, ২৫ মে ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

‘গাজায় নারী চিকিৎসকের নয় সন্তানকে হত্যার বিষয়টি পর্যালোচনা করা হচ্ছে’

প্রকাশিত: ১১:৩০, ২৫ মে ২০২৫

আপডেট: ১৬:৫১, ২৫ মে ২০২৫

ফন্ট সাইজ
‘গাজায় নারী চিকিৎসকের নয় সন্তানকে হত্যার বিষয়টি পর্যালোচনা করা হচ্ছে’

ছবি: সংগৃহীত

গাজায় হামলা চালিয়ে এক নারী চিকিৎসকের দশ সন্তানের মধ্যে নয়জনকে হত্যার বিষয়টি পর্যলোচনা করা হচ্ছে, জানিয়েছে ইসরাইলি বাহিনী। হামলায় চিকিৎসকের স্বামীসহ অবশিষ্ট এক সন্তানও গুরুতর আহত। অনাহারে মৃতপ্রায় অবস্থা চার বছর বয়সী এক শিশুর। 

দক্ষিণ গাজার খান ইউনিসের নাসের হাসপাতালের চিকিৎসক আলা আল-নাজ্জারের বাড়ি লক্ষ্য করে বোমা হামলা চালায় ইসরাইলি সেনারা। হামলার পর বাড়ি থেকে ৯টি মৃতদেহ উদ্ধার করা হয়। কাজ শেষ করে নাজ্জার স্বামীর সাথে বাড়ি ফেরার কয়েক মিনিটের মধ্যে এ হমলা চালানো হয়।

এখনো অনাহারে ভুগছে গাজাবাসীরা। ফিলিস্তিনিরা প্রতিদিন খাবার এবং পানীর জন্য লড়াই করছে। অপুষ্টির কারণে গাজায় শিশু মৃত্যুহার আরো বাড়তে পারে বলে সতর্ক করেছে জাতিসংঘ।

এদিকে গাজায় অব্যাহত রয়েছে ইসরাইলি আক্রমণ। উত্তর গাজার জাবালিয়া আন-নাজলায় একটি বাড়িতে ইসরাইলি বাহিনীর হামলায় তিনজনের প্রাণহানি হয়েছে। 

বিভি/এআই

মন্তব্য করুন: