• NEWS PORTAL

  • রবিবার, ২৯ জুন ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

‘মিয়ানমারে আগামী জানুয়ারির মধ্যে নির্বাচন দিয়ে ক্ষমতা হস্তান্তর’

প্রকাশিত: ১৭:৪৮, ২৭ জুন ২০২৫

ফন্ট সাইজ
‘মিয়ানমারে আগামী জানুয়ারির মধ্যে নির্বাচন দিয়ে ক্ষমতা হস্তান্তর’

ছবি: মিন অং হ্লাইং

মিয়ানমারে আগামী ডিসেম্বর বা জানুযারির মধ্যে নির্বাচন দিয়ে ক্ষমতা হস্তান্তর করা হবে, জানিয়েছেন দেশটির জান্তা সরকার। বুধবার মিয়ানমারের রাজধানী নেপিদোতে এক সম্মেলনে বক্তব্য রাখার সময় এ কথা বলেন দেশটির জান্তা সরকার প্রধান মিন অং লাইং।

বৃহস্পতিবার (২৬ জুন) এ তথ্য জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম। মিন অং লাইং রাষ্ট্রের সাধারণ জনতার প্রতি প্রতিশ্রুতি দিয়ে বলেন, আগামি ডিসেম্বর বা জানুয়ারির মধ্যেই নির্বাচন অনুষ্ঠিত হবে। দেশটিতে গৃহযুদ্ধের পরিস্থিতি বন্ধ করতে এবং শান্তি ফিরিয়ে আনতে এ নির্বাচন চাইছে জান্তা সরকার।

তবে সাবেক সরকারের সদস্যদের আটকে রেখে, বিরোধী দলের ভোট বাতিল করে এবং দেশের বিশাল একটি অংশ জান্তাবিরোধী বিদ্রোহীদের নিয়ন্ত্রণে থাকায় এই মুহূর্তে মিয়ানমারে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় বলে মনে করছেন বিশ্লেষকগণ।

জান্তা সরকারের এই মন্তব্যের পর জাতিসংঘের বিশেষ দূত টম অ্যান্ড্রুজ বলেছেন, বৈধভাবে বেসামরিক সরকার গঠনের জন্যই নির্বাচনী মহড়ার এক মরীচিকা তৈরি করেছে জান্তা প্রধান।

বিভি/এমআর

মন্তব্য করুন:

Drama Branding Details R2
Drama Branding Details R2