ইরানের সাথে যুদ্ধে খাবি খেয়ে গাজা নিয়ে যা বলছেন নেতানিয়াহু

ছবি: বেনইয়ামিন নেতানিয়াহু
ইরানের সঙ্গে ১২ দিনব্যাপী যুদ্ধে ব্যাপক প্রতিরোধের ও আক্রমণের মুখে পড়ে যুদ্ধবিরতিতে সম্মত হয় ইসরাইল। এরপর গাজা ইস্যুতে এবার কিছুটা সুর পাল্টেছেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহু।
তিনি বলছেন, এই যুদ্ধ তাদের জন্য কিছু সুযোগ তৈরি করেছে। রবিবার (২৯ জুন) ইসরাইলের অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থা শিন বেতের এক নিরাপত্তা স্থাপনায় সফরকালে নেতানিয়াহু বলেন, এই যুদ্ধের পর গাজায় প্রধান ও প্রথম ধাপ হচ্ছে গাজায় হামাসের হাতে আটক জিম্মিদের মুক্ত করা।
নেতানিয়াহু বলেন, ‘আমি আপনাদের জানাতে চাই, এই বিজয়ের পর অনেক নতুন সুযোগ তৈরি হয়েছে—অনেক সুযোগ। প্রথমত, জিম্মিদের উদ্ধারের সুযোগ। অবশ্যই আমাদের গাজা সমস্যা সমাধান করতে হবে।’ এই বক্তব্যকে স্বাগত জানিয়েছে এখনও গাজায় আটকে থাকা জিম্মিদের স্বজনরা।
তারা বলেছেন, ‘২০ মাস পর প্রধানমন্ত্রী অবশেষে জিম্মিদের মুক্তিকে শীর্ষ অগ্রাধিকার হিসেবে ঘোষণা করেছেন—এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এখন এটিকে একটি সমন্বিত ও পূর্ণাঙ্গ চুক্তিতে রূপ দিতে হবে, যাতে সব জিম্মিকে ফিরিয়ে আনা যায় এবং গাজায় যুদ্ধের অবসান ঘটে।’
এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শনিবার জানান, নেতানিয়াহু বর্তমানে হামাসের সঙ্গে একটি চুক্তি নিয়ে আলোচনা করছেন।
অন্যদিকে, এক হামাস কর্মকর্তা বার্তা সংস্থা রয়টার্সকে বলেছেন, দলটি মধ্যস্থতাকারীদের জানিয়েছে যে তারা যুদ্ধবিরতি আলোচনায় ফিরতে প্রস্তুত, তবে তাদের পুরোনো দাবি রয়েছে—যে কোনও চুক্তির আওতায় যুদ্ধ শেষ ও ইসরায়েলি বাহিনীকে গাজা থেকে সম্পূর্ণভাবে সরে যেতে হবে।
বিভি/এমআর
মন্তব্য করুন: