• NEWS PORTAL

  • বুধবার, ০২ জুলাই ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

ফ্রান্সে রেড অ্যালার্ট জারি, বন্ধ আইফেল টাওয়ার 

প্রকাশিত: ২২:২৯, ১ জুলাই ২০২৫

ফন্ট সাইজ
ফ্রান্সে রেড অ্যালার্ট জারি, বন্ধ আইফেল টাওয়ার 

ছবি: সংগৃহীত

ফ্রান্সের রাজধানী প্যারিসে প্রচণ্ড গরমের কারণে রেড অ্যালার্ট জারি করা হয়েছে। ইউরোপজুড়ে বইছে দাবদাহ। এর জের ধরে মঙ্গলবার (১ জুলাই) প্যারিসে আইফেল টাওয়ার বন্ধ করে দেওয়া হয়েছে। দ্য গার্ডিয়ান, এনডিটিভির খবর।

ফ্রান্সের আবহাওয়া বিভাগ জানায়, দেশটির ১৬টি অঞ্চলে দাবদাহের সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে। যার মধ্যে পড়েছে ফ্রান্সের দক্ষিণ ও পূর্বাঞ্চলের বিস্তীর্ণ এলাকা। এই অঞ্চলের তাপমাত্রা এতোটাই বৃদ্ধি পেয়েছে যে, জনস্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকি হয়ে দাঁড়িয়েছে।

ফ্রান্স, ইতালি, স্পেন, জার্মানি, পর্তুগাল, গ্রিসসহ আরও কয়েকটি দেশেও জারি করা হয়েছে সর্বোচ্চ মাত্রার তাপ সতর্কতা।

জার্মানির আবহাওয়া অধিদফতর জানিয়েছে, মঙ্গলবার ও বুধবার তাপমাত্রা ৩৮ ডিগ্রির কাছাকাছি পৌঁছাতে পারে। এটি আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

তীব্র গরমে ভুগছে বলকান অঞ্চলের দেশগুলোও। যদিও একটু একটু করে কমতে শুরু করেছে কিছু কিছু এলাকার তাপমাত্রা।

বিভি/এআই

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2