এয়ার ইন্ডিয়ার লন্ডনগামী উড়োজাহাজ দুর্ঘটনার প্রাথমিক প্রতিবেদন প্রকাশ

ভারতের আহমেদাবাদে এয়ার ইন্ডিয়ার লন্ডনগামী উড়োজাহাজ দুর্ঘটনার প্রাথমিক প্রতিবেদন প্রকাশ হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, উড়োজাহাজটি উড্ডয়নের তিন সেকেন্ড পরেই বিমানটির জ্বালানি সরবরাহের সুইচ বন্ধ হয়ে যায়। উড়োজাহাজটির জ্বালানি ইঞ্জিন বন্ধ হয়েই এই দুর্ঘটনা ঘটে।
শনিবার (১২ জুলাই) ভারতের এভিয়েশন দুর্ঘটনা তদন্তকারীরা এই প্রতিবেদন প্রকাশ করে। তদন্তকারীরা বিমানের ব্ল্যাকবক্স থেকে এসব তথ্য খুঁজে বের করেছেন। প্রতিবেদন অনুসারে, জ্বালানি সরবরাহ বন্ধ হওয়ার কারণে বোয়িং–৭৮৭ ড্রিমলাইনারটির গতি দ্রুত কমতে থাকে এবং সেটি নিচের দিকে নামতে থাকে। ওই সময় বিমানটির গতি ১৮০ নটে ছিলো। এসময় ককপিট ভয়েস রেকর্ডারে এক পাইলট অপর পাইলটকে, জ্বালানি কেনো বন্ধ করা হয়েছে সেটি জিজ্ঞেস করতে শোনা যায়। অপর পাইলট জানান সুইচ বন্ধ করেননি। এরপর সুইচগুলো আবারও চালু করা হয়। ওই সময় ইঞ্জিনে জ্বালানি যাওয়া শুরু করে। কিন্তু এর কয়েক সেকেন্ডের মধ্যে বিমানটি বিধ্বস্ত হয়। এরআগে ইঞ্জিন সচল রাখার জরুরি ব্যবস্থাও চালু করা হয়। ভারতের আহমেদাবাদ থেকে লন্ডনগামী ফ্লাইটে সুইচটি কীভাবে কাটঅফ পজিশনে উল্টে গিয়েছিল তা প্রাথমিক প্রতিবেদনে বলা হয়নি।
উল্লেখ্য, জুন মাসে লন্ডনগামী এয়ার ইন্ডিয়ার উড়োজাহাজ দুর্ঘটনায় প্রাণহানি হয় ২৬০ জনের।
বিভি/এসজি
মন্তব্য করুন: