বলার পরও টিকটক ডিলিট করেনি মেয়ে, চরম সিদ্ধান্ত নিলেন বাবা

ভিডিও কন্টেন্ট মেকিংয়ের জনপ্রিয় প্লাটফর্ম টিকটক। বিশ্বজুড়ে বিপুল পরিমাণ কন্টেন্ট ক্রিয়েটর এখানে ভিডিও শেয়ার করেন। কখনো কখনো রাতারাতি ভাইরাল হতে এই প্লাটফর্মের জুড়ি নেই। কিন্তু এই প্লাটফর্ম থেকে মেয়েকে একাউন্ট ডিলিট করতে বলার পর না শোনায় চরম সিদ্ধান্ত নিয়েছেন এক বাবা।
মেয়েকে বারবার টিকটক থেকে অ্যাকাউন্ট মুছে ফেলতে বলেছিলেন বাবা। কিন্তু সেই কথা উপেক্ষা করায় মেয়েকে গুলি করে হত্যা করার অভিযোগ উঠেছে। পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে এ ঘটনা ঘটেছে বলে শুক্রবার (১১ জুলাই) জানায় পুলিশ।
জিও নিউজের খবর অনুযায়ী দেশটির পুলিশের বরাত দিয়ে এএফপি জানায়, মেয়েকে তার বাবা টিকটক থেকে অ্যাকাউন্ট মুছে ফেরতে বলেন। কিন্তু মেয়ে তাতে অস্বীকৃতি জানালে গুলি করা হয়। বৃহস্পতিবার ওই ব্যক্তি তার ১৬ বছর বয়সী মেয়েকে গুলি করে হত্যা করে। সম্মান রক্ষার্থে বাবা এমন ঘটনা ঘটায়।
রাজধানী ইসলামাবাদের পাশে অবস্থিত রাওয়ালপিন্ডিতে ওই ঘটনাকে মেয়েটির পরিবার আত্মহত্যা বলে চালিয়ে দেয়া চেষ্টা করে। এ ঘটনায় বাবাকে গ্রেপ্তার করা হয়েছে।
এর আগে গত মাসে পাকিস্তানে ১৭ বছর বয়সী এক টিকটকার ইনফ্লুয়েঞ্জারকে নিজ বাড়িতে গুলি করে হত্যা করা হয়। যদিও ওই ব্যক্তি গুলি করার বিষয়টি শুরুতে অস্বীকার করেছিলেন।
বিভি/এজেড
মন্তব্য করুন: