• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

রাশিয়ায় ভূমিকম্পের পর সুনামি, জরুরি অবস্থা জারি 

প্রকাশিত: ১২:০১, ৩০ জুলাই ২০২৫

ফন্ট সাইজ
রাশিয়ায় ভূমিকম্পের পর সুনামি, জরুরি অবস্থা জারি 

রাশিয়ার উপকূলে আঘাত হেনেছে শক্তিশালী ৮ দশমিক ৮ মাত্রার ভূমিকম্প। এই ভূমিকম্পের পর রাশিয়ার কুড়িল দ্বীপপুঞ্জে আঘাত হেনেছে সুনামি। এরপরই সুনামি বিধ্বস্ত দ্বীপপুঞ্জে জরুরি অবস্থা জারি করেছে রাশিয়া। বুধবার (৩০ জুলাই) এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা। 

সংবাদমাধ্যমটি বলছে, রাশিয়ার দূর প্রাচ্যের সাখালিন অঞ্চলের উত্তরাঞ্চলীয় কুড়িল দ্বীপপুঞ্জে সুনামির আঘাতে বহু অবকাঠামো ও ভবন ক্ষতিগ্রস্ত এবং জলাবদ্ধতার সৃষ্টি হওয়ায় জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে।

সাখালিন সরকার এক বিবৃতিতে জানিয়েছে, “আজকের ভূমিকম্প ও সুনামির ঘটনায় উত্তর কুড়িল জেলায় জরুরি অবস্থা জারি করা হয়েছে।”

এর আগে প্রশান্ত মহাসাগরে বুধবার ভোরে শক্তিশালী ভূমিকম্পের পর রাশিয়ার উত্তরাঞ্চলীয় কুড়িল দ্বীপপুঞ্জে সুনামি আঘাত হানে। এর জেরে উপকূলীয় সেভেরো-কুরিলস্ক শহর থেকে বাসিন্দাদের সরিয়ে নেওয়া হয় বলে নিশ্চিত করেছেন স্থানীয় কর্মকর্তারা।

সাখালিন অঞ্চলের গভর্নর ভ্যালেরি লিমারেঙ্কো জানিয়েছেন, কামচাটকা উপদ্বীপের কাছে ভূমিকম্পের কিছুক্ষণ পর প্রথম সুনামি ঢেউ সেভেরো-কুরিলস্ক উপকূলে পৌঁছায়। প্রায় ২৫০০ জন জনসংখ্যার এই শহরের বাসিন্দাদের উপকূলীয় এলাকা থেকে উঁচু জায়গায় সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়।

বিভি/এসজি

মন্তব্য করুন: