• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

রাশিয়ার ভূমিকম্পের ধাক্কা লাতিন আমেরিকায়, সুনামি সতর্কতা জারি

প্রকাশিত: ১৪:১৯, ৩০ জুলাই ২০২৫

ফন্ট সাইজ
রাশিয়ার ভূমিকম্পের ধাক্কা লাতিন আমেরিকায়, সুনামি সতর্কতা জারি

ছবি: সংগৃহীত

তীব্র ভূমিকম্পে কেঁপে উঠলো রাশিয়া। ভূমিকম্পের পরপরই সাগরে সৃষ্টি হয়েছে সুনামি, যা দ্রুত গতিতে বিস্তৃত হচ্ছে। এই ভয়ংকর ঢেউ এতটাই শক্তিশালী যে তা বহু দূরের উপকূলেও আছড়ে পড়তে পারে। যুক্তরাষ্ট্রের সুনামি সতর্ক সংস্থা জানিয়েছে, এর প্রভাব লাতিন আমেরিকার ইকুয়েডর উপকূল পর্যন্ত পৌঁছানোর আশঙ্কা রয়েছে। ফলে ইকুয়েডরের উপকূলবর্তী এলাকায় জারি করা হয়েছে ব্যাপক সতর্কতা। 

যুক্তরাষ্ট্রের সুনামি সতর্ক সংস্থার মতে, ইকুয়েডর ও রাশিয়ার পূর্ব উপকূলীয় এলাকায় ৩ মিটার থেকেও অধিক উচ্চতায় সুনামির ঢেউয়ের আঘাত হানার সম্ভাবনা রয়েছে। গালাপাগোসে সুনামি সতর্কতা জারি করে এর দ্বীপাঞ্চল থেকে প্রতিরোধমূলক বাধা অপসারণের কাজ শুরু করেছে ইকুয়েডর। ইকুয়েডরের রিস্ক ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট এক ঘোষণায় জানিয়েছে, সকল ধরনের সামুদ্রিক কার্যক্রম অবিলম্বে স্থগিত করা হয়েছে। রাশিয়ার পূর্ব উপকূলে ৮.৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হানার পর পরই  ইকুয়েডর তার উপকূলবর্তী জেটি ও নিম্নভূমি অঞ্চল থেকে লোকজনকে সরিয়ে নেওয়ার নির্দেশনা দিয়েছে। 

এদিকে রাশিয়ার পূর্ব উপকূলে তীব্র ভূমিকম্প আঘাত হানার পর সুনামি সতর্কতা জারি করেছে লাতিন আমেরিকার আরেক দেশ পেরু। এই তথ্য নিশ্চিত করেছে পেরুর নৌবাহিনী। দেশটির জাতীয় সুনামি সতর্ক সংস্থার বিশ্লেষণের ভিত্তিতে এ সতর্কতা জারি করা হয়।

পেরুর নৌবাহিনীর হাইড্রোগ্রাফি ও নেভিগেশন অফিস সোশ্যাল মিডিয়া এক্স প্ল্যাটফর্মে জানিয়েছে, এই ঘটনাটি নিয়ে সতর্ক দৃষ্টি রাখা হয়েছে। পেরুর জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কেন্দ্রও এক্সে জানিয়েছে, উপকূলবর্তী এলাকাগুলো কঠোর নজরদারির ভেতর রয়েছে।

পেরুর ভূ-ভৌগোলিক কেন্দ্রের সভাপতি হারনান্দো টাভেরা জানিয়েছেন, পেরুর উপকূলবর্তী অঞ্চলে ৩০ জুলাই সকালেই সুনামির আঘাত আসতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। তবে তার মতে, ঢেউয়ের উচ্চতা ৩ মিটারের বেশি হবে না। 

এর আগে রাশিয়ার কামচাটকা উপদ্বীপের কাছে প্রশান্ত মহাসাগরে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। এতে বেশ কয়েকজনের আহত হওয়ার খবর পাওয়া গেছে। জাপান থেকে হাওয়াই পর্যন্ত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে জারি করা হয়েছে সুনামি সতর্কতা।
 

বিভি/আইজে

মন্তব্য করুন: