• NEWS PORTAL

  • শনিবার, ০৯ আগস্ট ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

ট্রাম্পের শুল্ক হুমকির তোয়াক্কা না করেই রাশিয়ার সাথে বাণিজ্যে অনড় ভারত

প্রকাশিত: ১২:০২, ৯ আগস্ট ২০২৫

আপডেট: ১৫:০৮, ৯ আগস্ট ২০২৫

ফন্ট সাইজ
ট্রাম্পের শুল্ক হুমকির তোয়াক্কা না করেই রাশিয়ার সাথে বাণিজ্যে অনড় ভারত

ছবি: মোদি ও ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্ক হুমকির তোয়াক্কা না করেই রাশিয়ার সাথে বাণিজ্যে অনড় থাকবে, জানিয়েছে ভারত। এর মধ্যেই রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে ফোনালাপ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মার্কিন অস্ত্র কেনার পরিকল্পনা স্থগিত করেছে ভারত।  

প্রেসিডেন্ট পুতিনকে বন্ধু সম্বোধন করে নরেন্দ্র মোদী বলেন, খুব ভালো ও বিস্তৃত আলোচনা করেছেন দু’দেশের নেতা। তিনি বলেন, ইউক্রেনে যুদ্ধ নিয়ে নতুন তথ্য দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট। এছাড়া চলতি বছরের শেষের দিকে ভ্লাদিমির পুতিন ভারত সফর করবেন বলেও জানান প্রধানমন্ত্রী মোদী।

এর আগে বৃহস্পতিবার মস্কোতে রাশিয়ার প্রেসিডেন্টের সাথে বৈঠক করেছেন ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল। পুতিন-দোভালের বৈঠকের ২৪ ঘণ্টা পার হওয়ার আগেই ফোনালাপ করলেন দু’দেশের নেতা।

এদিকে যুক্তরাষ্ট্রের সাথে শুল্কযুদ্ধতে ভারতের পাশে দাঁড়াবে বলে আশ্বাস দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট কার্যালয়ের মুখপাত্র দিমিত্রি পেসকভ।

তিনি বলেছেন, সার্বভৌম দেশগুলো তাদের বাণিজ্য ও আর্থিক সহযোগী নির্বাচন করার অধিকার রাখে বলেই বিশ্বাস করে রাশিয়া।
 

বিভি/এআই

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2