• NEWS PORTAL

  • শনিবার, ১৬ আগস্ট ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

রাজস্থানে সড়ক দুর্ঘটনায় নিহত ১০ 

প্রকাশিত: ২০:১৫, ১৩ আগস্ট ২০২৫

আপডেট: ২০:৩১, ১৩ আগস্ট ২০২৫

ফন্ট সাইজ
রাজস্থানে সড়ক দুর্ঘটনায় নিহত ১০ 

ছবি: সংগৃহীত

ভারতের রাজস্থানে সড়ক দুর্ঘটনায় অন্তত ১০ জন নিহত হয়েছেন। বুধবার (১৩ আগস্ট) ভোর ৪টার দিকে মনোহরপুর হাইওয়েতে এ দুর্ঘটনা ঘটে। 

রাজ্যটির দৌসা জেলায় সড়কের ধারে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকে সজোরে ধাক্কা দেয় দ্রুতগামী একটি যাত্রীবাহী পিকআপ ভ্যান। এতে পিকআপ ভ্যানটির ১০ জন যাত্রী প্রাণ হারান। নিহতদের মধ্যে ৭ জনই শিশু এবং তিনজন নারী। এ ঘটনায় আহত হন বেশ কয়েকজন। নিহতরা সালাসর বালাজির খাতু শ্যাম মন্দির থেকে প্রার্থনা শেষ করে ফিরছিলেন। 

দৌসার পুলিশ সুপার সাগর রানা জানান, গুরুতর আহত ৯ জন ভক্তকে জয়পুরে স্থানান্তরিত করা হয়েছে।

প্রাথমিক তদন্তে জানা গেছে, উত্তর প্রদেশের ওই বাসিন্দারা দুটি পিকআপ ভ্যানে করে সালাসর বালাজি থেকে ফিরছিলেন। পথে একটি ভ্যান এগিয়ে যাওয়ার সময় অন্যটি কাছে দাঁড়িয়ে থাকা একটি ট্রেলারকে ধাক্কা দেয়। দুর্ঘটনা কবলিত পিকআপ ভ্যানটিতে কয়েক ডজন লোক ছিলেন।

সূত্র: এনডিটিভি  

বিভি/এসজি

মন্তব্য করুন:

Drama Branding Details R2
Drama Branding Details R2