‘কুয়েতে বিষাক্ত মদপানে মৃত্যুর ঘটনায় কোনো বাংলাদেশি জড়িত নয়’

ছবি: সংগৃহীত
কুয়েতে বিষাক্ত মদপানে অন্তত ২৩ জনের মৃত্যুর ঘটনায় গ্রেফতার হওয়া ৬৭ জনের মধ্যে একজনকে বাংলাদেশি বলে দাবি করেছে স্থানীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়। একে ভিত্তিহীন বলে জানিয়েছে কুয়েতে বাংলাদেশ দূতাবাস।
সামাজিক মাধ্যমে দেওয়া বিবৃতিতে কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, আবাসিক ও শিল্প এলাকায় পরিচালিত ছয়টি কারখানা ছাড়াও প্রস্তুতিহীন আরও চারটি কারখানায়া হানা দিয়ে অবৈধ মদ তৈরির সরঞ্জাম জব্দ করা হয়েছে। বিবৃতিতে দাবি করা হয়েছে, গ্রেফতারকৃতদের মধ্যে এক বাংলাদেশি অপরাধ চক্রের নেতৃত্ব দিচ্ছেন। আর মিথানল দিয়ে মদ তৈরি ও বিক্রির তথ্য ফাঁস করেছে নেপালি এক নাগরিক।
মদের বিষক্রিয়ায় আক্রান্তের সংখ্যা প্রায় ২০০। এরমধ্যে অন্তত ৫১ জনের জরুরি ভিত্তিতে কিডনি ডায়ালাইসিস করতে হয়েছে। ভেন্টিলেশনে নিতে হয়েছে ৩১ জনকে। কুয়েতে বাংলাদেশ দূতাবাসের বিবৃতিতে বলা হয়েছে, বিষাক্ত মদ চক্রের মূল হোতা দাবি করা দেলোরা বারকাশ দারাজি বাংলাদেশি নন। ওয়াইফরা থানা আর আহমদি জলার তদন্ত কর্মকর্তার সাথে যোগাযোগ করে এ বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। যাচাই-বাছাই ছাড়া ভ্রান্ত তথ্য প্রচার করে প্রবাসী বাংলাদেশিদের সুনাম ক্ষুন্ন করার মতো তৎপরতা থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে কুয়েতে বাংলাদেশ দূতাবাস।
বিভি/এসজি
মন্তব্য করুন: