• NEWS PORTAL

  • শুক্রবার, ২৯ আগস্ট ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

মিনেসোটায় স্কুলে বন্দুক হামলায় দুইজন নিহত

প্রকাশিত: ১১:৪০, ২৮ আগস্ট ২০২৫

ফন্ট সাইজ
মিনেসোটায় স্কুলে বন্দুক হামলায় দুইজন নিহত

যুক্তরাষ্ট্রের মিনেসোটায় একটি ক্যাথলিক স্কুলে বন্দুক হামলায় ২ জন নিহত হয়েছে। আহত অন্তত ১৭ জন। আহতদের মধ্যে ৭ জনের অবস্থা আশঙ্কাজনক। বুধবার (২৭ আগস্ট) স্থানীয় সময় সকাল ১০টার দিকে এই হামলার তথ্য নিশ্চিত করেছে পুলিশ প্রশাসন।

বিবিসির প্রতিবেদনে বলা হয়, নিহত দুই শিশুর বয়স ৮ থেকে ১০ বছরের মধ্যে। হামলার কারণ এখনও স্পষ্ট নয়। স্থানীয় সময় সকাল সাড়ে ১০টার দিকে মিনিয়াপোলিস শহরের অ্যানানসিয়েশন ক্যাথলিক স্কুলে এই বন্দুক হামলা হয়। নিহতদের মধ্যে হামলাকারীও রয়েছে বলে রয়টার্সকে জানিয়েছে মার্কিন বিচার বিভাগের নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা।

প্রতিবেদন বলছে, হামলাকারী ২৩ বছর বয়সী রবিন ওয়েস্টম্যান। তিনি আগে অপরাধে জড়িত ছিলেন, এমন কোনো তথ্য এখনো পাওয়া যায়নি। অ্যানানসিয়েশন ক্যাথলিক চার্চের বেসরকারি এই প্রাথমিক স্কুলে ৩৯৫ জন শিক্ষার্থী রয়েছে।

মিনেসোটা অঙ্গরাজ্যের গভর্নর টিম ওয়ালজ এক বিবৃতিতে বলেন, আমি এ ঘটনার বিষয়ে অবহিত হয়েছি। পুলিশ, মিনেসোটা ব্যুরো অব ক্রিমিনাল অ্যাপ্রিহেনশন ও স্টেট প্যাট্রোল ঘটনাস্থলে কাজ করছে। আমাদের শিশু ও শিক্ষকদের প্রথম স্কুল সপ্তাহ এভাবে সহিংসতায় আক্রান্ত হওয়া অত্যন্ত মর্মান্তিক।

এদিকে, হামলার ঘটনাকে কাণ্ডজ্ঞানহীন সহিংসতা জানিয়ে ৩১ আগস্ট পর্যন্ত হোয়াইট হাউজসহ পুরো যুক্তরাষ্ট্রের পতাকা অর্ধনমিত রাখার নির্দেশ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

বিভি/পিএইচ

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2