পাকিস্তানের পাঞ্জাবে প্রবল বর্ষণ; বন্যায় ডুবে গেছে ১৬শ’ গ্রাম

ছবি: এশিয়া নিউজ নেটওয়ার্ক
পাকিস্তানের পাঞ্জাবে ভারী বর্ষণে সৃষ্ট বন্যায় ডুবে গেছে ১৬শ' গ্রাম। প্রাণহানি হয়েছে অন্তত ১৭ জনের, ধ্বংসাবশেষে আটকে আছে অনেকে। প্রবল বন্যায় ক্ষতিগ্রস্থ ১০ লাখেরও বেশি মানুষ।
চার দশকে এটিই সবচেয়ে ভয়াবহ বন্যা পাঞ্জাবে। চেনাব নদীর পানি উপচে ৯৯১টি গ্রাম তলিয়েছে; সুতলেজের পানিতে ডুবেছে ৩৬১টি গ্রাম, রাভিতে প্লাবিত হয়েছে আরও ৮০টি। বন্যাকবলিত এলাকাগুলোতে প্রতি সেকেন্ডে চব্বিশ হাজার ঘণফুট পানি প্রবাহিত হচ্ছে। বন্যায় ডুবে গেছে হাজারের বেশি গ্রাম, ভেসে গেছে ফসল। এর মধ্যেই দশ লাখেরও বেশি মানুষকে পানিতে তলিয়ে যাওয়া ঘরবাড়ি থেকে সরিয়ে নেয়া হয়েছে বলে জানিয়েছে পাক কর্মকর্তারা।
কাদিরাবাদসহ বেশ কয়েকটি গ্রামে বুক অবধি পানি জমে যাওয়ায় যান চলাচল সম্পূর্ণভাবে বন্ধ হয়ে গেছে। চেনাব নদী থেকে পানি প্রবাহিত হয়ে ঝং গ্রাম সম্পূর্ণভাবে ভাসিয়ে দিয়েছে। তহসিল আথারা হাজারিতে, প্রতিরক্ষামূলক বাঁধের কাছের দোকানপাট খালি করার জন্য ঘোষণা দেয়া হয়েছে। প্রয়োজনে বাধ ভেঙে ফেলা হতে পারে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
বন্যা পরিস্থিতি আরো খারাপ হতে পারে বলে নদীর আশেপাশের নিম্নাঞ্চলে সতর্কতা জারি করেছে পাঞ্জাবের দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ।
বিভি/এমআর
মন্তব্য করুন: