• NEWS PORTAL

  • শনিবার, ৩০ আগস্ট ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

কমলা হ্যারিসের সিক্রেট নিরাপত্তা সার্ভিস তুলে নিলো ট্রাম্প প্রশাস

প্রকাশিত: ২২:২৮, ২৯ আগস্ট ২০২৫

ফন্ট সাইজ
কমলা হ্যারিসের সিক্রেট নিরাপত্তা সার্ভিস তুলে নিলো ট্রাম্প প্রশাস

মার্কিন যুক্তরাষ্ট্রের সাবেক ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের ‘সিক্রেট সার্ভিস নিরাপত্তা’ তুলে নিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। আগামী ১ সেপ্টেম্বর থেকে তা কার্যকর হচ্ছে। হোয়াইট হাউসের কর্মকর্তারা বেশ কয়েকটি সংবাদ সংস্থাকে এ সংক্রান্ত তথ্য জানিয়েছেন। শুক্রবার (২৯ আগস্ট) আলজাজিরার প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়। 

শুক্রবার প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, কমলা হ্যারিস ১ সেপ্টেম্বর থেকে ফেডারেল আইন প্রয়োগকারী সংস্থার কাছ থেকে সুরক্ষা হারাবেন।

যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় সরকারের নিয়মানুযায়ী, সাবেক প্রেসিডেন্টরা আজীবন এবং ভাইস প্রেসিডেন্টরা দায়িত্ব ছাড়ার পর ৬ মাস পর্যন্ত সিক্রেট সার্ভিস এর নিরাপত্তা পেয়ে থাকেন।সেই হিসাবে গত ২১ জুলাই সাবেক ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের নিরাপত্তা পাওয়ার সময় শেষ হয়েছে।

কিন্তু, গত নির্বাচনে কমলা হ্যারিস প্রেসিডেন্ট পদে প্রতিদ্বন্দ্বিতা করার পর তৎকালীন প্রেসিডেন্ট জো বাইডেন হোয়াইট হাউজ ছাড়ার আগে কমলার এই নিরাপত্তা পাওয়ার মেয়াদ আরও একবছর বাড়িয়েছিলেন।

বাইডেনের সেই সিদ্ধান্তই এবার প্রত্যাহার করলেন ট্রাম্প। বৃহস্পতিবার ট্রাম্প ‘হোমল্যান্ড সিকিউরিটি’কে একটি চিঠি পাঠিয়েছেন। তাতে বলা হয়েছে, আগামী ১ সেপ্টেম্বর থেকে আর সিক্রেট সার্ভিসের নিরাপত্তা পাবেন না কমলা হ্যারিস।

তবে, এ বিষয়ে হোয়াইট হাউজ কিংবা সিক্রেট সার্ভিস কোনও পক্ষই তাৎক্ষণিকভাবে সিএনএন এর মন্তব্যের অনুরোধে কোনও সাড়া দেয়নি। ট্রাম্প একজন রিপাবলিকান। আর জো বাইডেন ও কমলা হ্যারিস ডেমোক্র্যাট। গত বছরের প্রেসিডেন্ট নির্বাচনে কমলা হ্যারিসকে পরাজিত করেছিলেন ডনাল্ড ট্রাম্প।

ট্রাম্প সরকার কমলার নিরাপত্তা তুলে নিয়েছে শুনে ক্ষোভ প্রকাশ করেছেন ক্যালিফোর্নিয়ার ডেমোক্র্যাটিক গভর্নর গ্যাভিন নিউসমের মুখপাত্র বব সালাডে। ট্রাম্পের বিরুদ্ধে প্রতিহিংসার রাজনীতি করার অভিযোগ তুলেছেন তিনি। ওদিকে, লস অ্যাঞ্জেলেসের বাসিন্দা কমলা এখন সিক্রেট সার্ভিসের নিরাপত্তা না পেলেও সিটি পুলিশের নিরাপত্তা পেতে পারেন।

বিভি/পিএইচ

মন্তব্য করুন: