• NEWS PORTAL

  • শনিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৫

‘গাজায় যুদ্ধ চলতে থাকলে ট্রাম্পের নোবেল পুরস্কারের কোনো সম্ভাবনা নেই’

প্রকাশিত: ১৩:২৪, ২৪ সেপ্টেম্বর ২০২৫

আপডেট: ১৩:২৫, ২৪ সেপ্টেম্বর ২০২৫

ফন্ট সাইজ
‘গাজায় যুদ্ধ চলতে থাকলে ট্রাম্পের নোবেল পুরস্কারের কোনো সম্ভাবনা নেই’

গাজায় যুদ্ধ চলতে থাকলে ট্রাম্পের নোবেল শান্তি পুরস্কারের কোনো সম্ভাবনা নেই বলে জানিয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখোঁ। তিনি স্পষ্ট করে জানিয়েছেন, সংঘাত বন্ধ করতে ইসরাইলের ওপর চাপ তৈরি করতে হবে এবং এই মুহূর্তে কার্যকর ভূমিকা নিতে পারেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। 

বুধবার (২৪ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম টিআরটি ওয়ার্ল্ড।

এছাড়া ইমানুয়েল ম্যাখোঁ বলেছেন, ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার পর যদি ইসরাইল ফ্রান্সের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করে, তবে তার জবাব দিতে ফ্রান্স প্রস্তুত।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) ফরাসি টেলিভিশন চ্যানেল বিএফএম টিভিকে দেওয়া সাক্ষাৎকারে ম্যাখোঁ বলেন, যদি এমনটা হয়, আমরা জবাব দেবো। আমরা প্রস্তুত। সবকিছুর জন্য প্রস্তুত আছি। তবে আমি মনে করি, এই মুহূর্তে আমাদের শান্তির পথ ও বন্ধুত্বের পথ বেছে নেওয়া উচিত।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শান্তি প্রতিষ্ঠার কথা বলছেন এবং সংঘাত মীমাংসার জন্য নোবেল শান্তি পুরস্কারের দিকে নজর রাখছেন, এ প্রসঙ্গে ম্যাখোঁ সরাসরি বলেন, নোবেল শান্তি পুরস্কার তখনই সম্ভব, যদি এই যুদ্ধ বন্ধ হয়। তাই ইসরাইলি সরকারকে গাজায় সংঘাত থামাতে চাপ দেওয়া জরুরি।

বিভি/এসজি

মন্তব্য করুন:

Drama Branding Details R2
Drama Branding Details R2