• NEWS PORTAL

  • শনিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৫

হঠাৎ রাস্তা দেবে গেলো ১৬০ ফুট, ব্যাংককে আতঙ্ক   

প্রকাশিত: ১৮:২৭, ২৪ সেপ্টেম্বর ২০২৫

ফন্ট সাইজ
হঠাৎ রাস্তা দেবে গেলো ১৬০ ফুট, ব্যাংককে আতঙ্ক   

ছবি: সংগৃহীত

থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে হঠাৎ করে সড়কের মাটি ধসে এক বিশাল সিঙ্কহোলের সৃষ্টি হয়েছে। এই সিঙ্কহোলে তিনটি যানবাহন তলিয়ে গেছে। এতে আশপাশের হাসপাতাল ও স্থানীয় বাসিন্দাদের সরিয়ে নেওয়া হয়েছে। তবে এ ঘটনায় কেউ হতাহত হননি।  

বুধবার (২৪ সেপ্টেম্বর) সকাল সোয়া ৭টার দিকে হঠাৎ করে ভাজিরা হাসপাতালের সামনের রেলস্টেশনের সামনে গর্তটি তৈরি হয়। গর্তটি প্রায় ১০০ ফুট প্রশস্ত। 

নিরাপত্তার জন্য ভাজিরা এবং সাংঘির মধ্যে যান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে বলে জানিয়েছে স্থানীয় দুসিত বিভাগ অফিস।

কেন রাস্তার মধ্যে এত বড় গর্ত সৃষ্টি হলো সেটির কারণ খুঁজে বের করতে ম্যাস র‍্যাপিড ট্রানজিট কর্তৃপক্ষের অধীনে তদন্ত করা হবে। গর্তের কারণে পাঁচতলা বিশিষ্ট সামসেন থানা ঝুঁকিতে পড়েছে। এখন এটির নিরাপত্তাই সবচেয়ে বড় দুশ্চিন্তার কারণে পরিণত হয়েছে। গর্তের কারণে থানার ভূগর্ভস্থ কয়েকটি ফাউন্ডেশন পিলার ক্ষতিগ্রস্ত হয়েছে।

ঝুঁকির কথা চিন্তা করে ভাজিরা সরকারি হাসপাতালের বহির্বিভাগের সেবা বন্ধ রাখা হয়েছে। এছাড়া ৩ হাজার ৫০০ রোগীকে আশপাশের ভবনগুলোতে সরিয়ে নেওয়া হয়েছে। যদিও হাসপাতালটির কাঠামো এ গর্তের কারণে ক্ষতিগ্রস্ত হয়নি।

হাসপাতালের রোগীদের পাশাপাশি আশপাশের ভবনের বাসিন্দাদেরও সরে যেতে নির্দেশনা দেওয়া হয়েছে।

সূত্র: ব্যাংকক পোস্ট

বিভি/এসজি

মন্তব্য করুন:

Drama Branding Details R2
Drama Branding Details R2