• NEWS PORTAL

  • মঙ্গলবার, ০৭ অক্টোবর ২০২৫

ট্রাম্পের প্রস্তাবে হামাসের সম্মতির পরও ১০০ ফিলিস্তিনিকে হত্যা

প্রকাশিত: ২২:৩১, ৬ অক্টোবর ২০২৫

ফন্ট সাইজ
ট্রাম্পের প্রস্তাবে হামাসের সম্মতির পরও ১০০ ফিলিস্তিনিকে হত্যা

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শান্তি প্রস্তাবে হামাস সম্মতি দিলেও আগ্রাসন বন্ধ করেনি ইসরাইলি বাহিনী। এ প্রস্তাবে যুদ্ধবিরতির কথা থাকলেও শুক্রবার (৩ অক্টোবর) থেকে সোমবার (৬ অক্টোবর) পর্যন্ত ইসরাইলি বাহিনীর হামলায় ১০০ জনের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন।

মিশরে যুদ্ধ বিরতির প্রস্তাবে আলোচনা শুরু হলেও সোমবার (৬ অক্টোবর) সকালে ৭ জনের মৃত্যু হয়েছে। গাজাভিত্তিক সরকারি গণমাধ্যম কার্যালয় জানিয়েছে, গাজা উপত্যকায় তীব্র বিমান ও আর্টিলারি হামলা চালিয়ে ইসরাইলি বাহিনী গত দুই দিনে অন্তত ৯৪ জনকে হত্যা করেছে। ইসরাইলি বাহিনী আবাসিক এলাকা, শরণার্থী শিবির ও ত্রাণ বিতরণ কেন্দ্রগুলো লক্ষ্য করে এসময় ১৩১টি বিমান ও কামান হামলা চালিয়েছে।

ইসরাইলি বাহিনীর বর্বরতায় গাজায় এখন পর্যন্ত ৬৭ হাজারের বেশি ফিলিস্তিনি নাগরিকের মৃত্যু হয়েছে। ইউনিসেফের তথ্য মতে, এ যুদ্ধে ২০ হাজারের বেশি শিশুর মৃত্যু হয়েছে। আহত হয়েছে ৪২ হাজারের বেশি শিশু যাদের মধ্যে অন্তত ২১ হাজার শিশু স্থায়ীভাবে পক্ষাঘাতগ্রস্ত হয়ে পড়েছে।

সূত্র: মিডল ইস্ট আই

বিভি/টিটি

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2