ভ্রমণ পিপাসুদের জন্য সুখবর, এক ভিসায় ঘুরতে পারবে উপসাগরীয় ৬ দেশ!

চলতি বছরের শেষ প্রান্তিকে (অক্টোবর-ডিসেম্বর) একক পর্যটন ভিসা চালু করতে যাচ্ছে উপসাগরীয় সহযোগিতা পরিষদ (জিসিসি)। প্রাথমিক পর্যায়ে পরীক্ষামূলকভাবে এই ভিসা চালু করা হবে, যার নাম ‘জিসিসি গ্র্যান্ড ট্যুরিস্ট ভিসা’। এতে এক ভিসায় জিসিসির ছয়টি দেশ ঘুরতে পারবে পর্যটকরা।
সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) অর্থ ও পর্যটনমন্ত্রী এবং আমিরাত পর্যটন কাউন্সিলের চেয়ারম্যান আবদুল্লাহ বিন তৌক আল মারি সম্প্রতি এ খবর জানিয়েছেন।
তিনি বলেন, ‘জিসিসির একক পর্যটন ভিসাটি ইউরোপের শেনজেন ভিসার আদলে করা হচ্ছে, যা নিয়ে পর্যটকরা জিসিসির ছয়টি দেশে ভ্রমণ করতে পারবেন। আঞ্চলিক সমন্বয় আরও গভীর করার কৌশলগত পদক্ষেপ হিসেবে এই ভিসা চালু করা হচ্ছে। এতে একক পর্যটন গন্তব্য হিসেবে উপসাগরীয় অঞ্চলের আকর্ষণ বৃদ্ধি করবে।’
আমিরাতের সংবাদ সংস্থা ওয়ামকে দেয়া এক সাক্ষাৎকারে তৌক আল মারি জানান, পরীক্ষামূলক পর্ব শেষে দ্বিতীয় ধাপে জিসিসি গ্র্যান্ড ট্যুরিস্ট ভিসা পর্যায়ক্রমে পূর্ণাঙ্গভাবে বাস্তবায়ন করা হবে।
তবে ঠিক কবে থেকে জিসিসি গ্র্যান্ড ট্যুরিস্ট ভিসা চালু হবে, তা স্পষ্ট করেননি তিনি।
গত ১৬ জুন তৌক আল মারি খালিজ টাইমসকে জানিয়েছিলেন, জিসিসি গ্র্যান্ড ট্যুরিস্ট ভিসার অনুমোদন দেয়া হয়েছে এবং শিগগিরই তা চালু হতে যাচ্ছে।
জিসিসি গ্র্যান্ড ট্যুরিস্ট ভিসা চালু হলে বিদেশি পর্যটকরা একক ভিসায় সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, বাহরাইন, কাতার, ওমান ও কুয়েতে ভ্রমণ করতে পারবেন।
কতদিনের জন্য এই ভিসা দেয়া হবে বা খরচ কত পড়বে, তা-ও এখনো প্রকাশ করা হয়নি।
সূত্র: খালিজ টাইমস
বিভি/টিটি
মন্তব্য করুন: