নিউইয়র্কে নতুন ইতিহাস, প্রথম মুসলিম হিসেবে মামদানির জয়
জনমত জরিপকে নির্ভূল প্রমাণ করে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের মেয়র নির্বাচিত হয়ে রেকর্ড গড়েছেন জোহরান মামদানি। এর মাধ্যমে নিউইয়র্ক পেলো শহরটির ইতিহাসে প্রথম মুসলিম আর অভিবাসী নগরপিতা।
এর আগে মঙ্গলবার (৪ নভেম্বর) স্থানীয় সন্ধ্যা ৬টা পর্যন্ত (বাংলাদেশ সময় আজ বুধবার ভোর ৫টা) আনুমানিক ১৭ লাখ মানুষ ভোট দিয়েছেন বলে জানিয়েছে শহরের নির্বাচন বোর্ড। গত ৩০ বছরের মধ্যে এটি সর্বোচ্চ ভোটার উপস্থিতি।
নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয় স্থানীয় সময় সকাল ৬টায়। ভোট শেষ হওয়ার পরপরই শুরু হয় গণনা। পরে, বিভিন্ন স্থানে ভোটদাতা ও সমর্থকরা ফলাফল প্রকাশের পর উচ্ছ্বাস প্রকাশ করছেন।
মামদানির নির্বাচনী রাতের আয়োজন রাখা হয়েছে ব্রুকলিন প্যারামাউন্টে, যা ডাউনটাউন ব্রুকলিনের একটি ঐতিহাসিক কনসার্ট ভেন্যু হিসেবে পরিচিত। মামদানি মোট ভোটের ৫০% বেশি ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তবে, ৮৫% ভোট গণণার পর এই ফল বেসকারিভাবে প্রকাশিত হয়।
এর আগেনিজের ভোট দানের পর সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় মামদানি বিজয়ের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেছেন এবং বলেছেন, ‘আমরা শহরের ইতিহাসে একটি নতুন অধ্যায় আরম্ভ করতে যাচ্ছি’ — পাশাপাশি পুরনো রাজনীতিকে বিদায় জানানোর প্রতিশ্রুতিও দিয়েছেন।
গত ২১ অক্টোবর ফক্স নিউজের এক প্রতিবেদনে বলা হয়, ট্রাম্পের আশঙ্কা নিউইয়র্কের মেয়র পদে তিনি কোনো ডেমোক্র্যাটকে পাচ্ছেন না, পাচ্ছেন এক কমিউনিস্টকে। ট্রাম্প মূলত জোহরান মামদানিকে 'কমিউনিস্ট' আখ্যা দিয়ে থাকেন।
বিভি/পিএইচ




মন্তব্য করুন: