বৈঠক করেছেন ভারত ও ইসরাইলের পররাষ্ট্রমন্ত্রী
সন্ত্রাসবাদ মোকাবেলায় বিশ্বব্যাপী জিরো টলারেন্স নীতি বাস্তবায়নের জন্য বৈঠক করেছেন ভারত ও ইসরাইলের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর ও গিডিওন সার।। সন্ত্রাসবাদের চ্যালেঞ্জ মোকাবেলায় একসঙ্গে কাজ করার দৃঢ় প্রত্যয় জানিয়েছেন তারা।
তিনদিনের সফরে নয়াদিল্লিতে যাওয়া ইসরাইলের পররাষ্ট্রমন্ত্রী গিডিয়ন মঙ্গলবার (৪ নভেম্বর) থেকে ধারাবাহিক বৈঠক করছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী, জাতীয় নিরাপত্তা উপদেষ্টাসহ নরেন্দ্র মোদি সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সাথে। দ্বিপক্ষীয় বৈঠকে বিশ্বব্যাপী ভারত ও ইসরাইলের নাগরিকদের সুরক্ষা আর সন্ত্রাসবাদ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর। তিনি দাবি করেছেন, সন্ত্রাসবাদের অভিন্ন চ্যালেঞ্জের মুখে আছে নয়াদিল্লি ও তেল-আবিব। এই প্রসঙ্গে ভারতের সাথে দীর্ঘমেয়াদী কৌশলগত অংশীদারিত্ব শক্তিশালী করার বিষয়ে আলোচনা করেছেন ইসরাইলের পররাষ্ট্রমন্ত্রী। বিশ্বাস আর নির্ভরতার ভিত্তির ওপর দুই দেশের সম্পর্ক দাঁড়িয়ে আছে উল্লেখ করে ইসরাইলের ভূয়সী প্রশংসা করেছেন জয়শঙ্কর। এছাড়া, ইসরাইলে ক্রমবর্ধমান ভারতীয় কর্মীর সমস্যা সমাধানে নজর দেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।
বিভি/এসজি




মন্তব্য করুন: