নেপালে তুষারধসে বিদেশি পর্বতারোহীসহ ৭ জনের মৃত্যু
								
													নেপালের মাউন্ট ইয়ালুং রি-তে তুষারধসে পাঁচজন বিদেশি পর্বতারোহী এবং দুই নেপালি গাইডের মৃত্যু হয়েছে। সোমবার (৩ নভেম্বর) দোলাখা জেলার ইয়ালুং রি পর্বতের বেস ক্যাম্পের কাছে এই ঘটনা ঘটে।
সশস্ত্র পুলিশ বাহিনীর মুখপাত্র শৈলেন্দ্র থাপা জানান, ৪,৯০০ মিটার উঁচু বেস ক্যাম্পে আরও পাঁচজন আহত হয়েছেন। বিদেশি পর্বতারোহীদের জাতীয়তা এবং পরিচয় এখনও নিশ্চিত করা হয়নি।
প্রতিবেদনে বলা হয়, গত সপ্তাহ থেকে নেপালে আবহাওয়ার অবনতি হচ্ছে, পাহাড়ে তুষারঝড়ের খবরও পাওয়া গেছে।
তুষারধসের পর উদ্ধারকারীরা পায়ে হেঁটে ঘটনাস্থলে পৌঁছাচ্ছিলেন। একটি উদ্ধারকারী হেলিকপ্টার ঘটনাস্থলে পৌঁছানোর চেষ্টা করেছিল, কিন্তু খারাপ আবহাওয়ার কারণে পিছিয়ে আসতে বাধ্য হয়। থাপা বলেছেন, মঙ্গলবার ভোরবেলা এই উদ্ধার অভিযান আবার শুরু করার চেষ্টা করা হবে।
সূত্র: আলজাজিরা
বিভি/এসজি
						


							
							
 
										
							
							
							
							
							
							
							
							
							
							
											
											
											
											
মন্তব্য করুন: